চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নের নিজ গাছতলায় আলহাজ্ব মাওলানা মো. সালামত উল্যাহ খান (রহঃ) ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার (৭ জুলাই) সকাল ৯ টায় হাজারো মুসল্লির উপস্থিতিতে বিশাল ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদের জামাতের ইমামতি করেন বাগাদী দরবার শরীফের পীর আলহাজ্ব মাওলানা এ. কে. এম. নেয়ামতউল্লাহ খান (আবু হুজুর)।
এর আগে বাগাদী দরবার ও নিজ গাছতলা ঈদগাহ ময়দানের প্রতিষ্ঠাতা আলহাজ্ব মাওলানা. মোহাম্মদ সালামত উল্যাহ খান (রহ.) মাজার জেয়ারত করে করেন পীরসাহেব ও পীরজাদাসহ এলাকার গন্য মান্য ব্যক্তি বর্গ।
আল্লাহু আকবার ধ্বনিতে বিশাল মিছিল নিয়ে ঈদগাহে উপস্থিত হন ইমাম সাহেব।
ঈদগাহে কুরআন হাদিস থেকে মূল্যবান আলোচনা করেন পীরজাদা মাও. মু. মাহফুজ উল্যাহ খান ইউসুফী।
উপস্থিত বক্তব্য রাখেন, ঈদগাহ ময়দানের কার্যকরী কমিটির সভাপতি রোটারিয়ান মিজানুর রহমান খান, বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল।
উপস্থিত ছিলেন, সেকান্তর আলী মিয়াজী, দৈনিক চাঁদপুর জমিনের প্রকাশক ও সম্পাদক রোটারিয়ান রোকনুজ্জামান, ঈদগাহ কমিটির সদস্য ইসহাক গাজী, নাসিরউদ্দিন টেলু গাজী, ছালামত উল্যাহ খান (শাহীন), পীরজাদা বরকত উল্যাহ খানসহ, এলাকার হাজারো মুসল্লি।
মিলাদ পরিচালনা করেন পীরজাদা মাও. মু. মাহফুজ উল্যাহ খান ইউসুফী।
নামাজ শেষে দেশ ও বিশ্ব মুসলিম উম্মাহর জন্য বিশেষ দোয়া ও মোনাজাত করেন বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা এ. কে. এম. নেয়ামতউল্যাহ খান (আবু হুজুর)।