চাঁদপুর সদর উপজেলা বাগাদী ইউপির বিজিএফ চাল বিতরণের কার্যক্রম (১০ সেপ্টেম্বর) শনিবার সকালে উদ্বোধন করেছেন চাঁদপুর-৩ আসনের সাংসদ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।
এ সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি বলেন, ‘শেখ হাসিনা সরকার সব সময় অসহায় ও গরীব দুঃখী মানুষের পাশে দাঁড়ান। তাই সময় মত অসহায় ও গরীবরা বিজিএফ চাল পেয়ে থাকেন। আগামি দিনে আপনারা (জনগণ) সরকারের বিভিন্ন কার্যক্রমে সহযোগিতা করবেন। তাহলেই আপনাদেরকে দেয়া শেখ হাসিনা সরকারের সকল ওয়াদা পূরণ হবে।’
এ সময় চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, ‘জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক অ্যাড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আরশাদ মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জাহিদুল ইসলাম রোমানসহ অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বাগাদী ইউপির চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. বেলায়েত হোসেন গাজী বিল্লাল চাঁদপুর টাইমসকে জানান, ‘মোট ১১শ’ ১০ জনকে ১০ কেজি করে চাল দেয়া হয়।’
নিউজ ডেস্ক : আপডেট, বাংলাদেশ সময় ১০:০৫ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ