চাঁদপুর সদর

বাগাদী আহমদিয়া ফাজিল মাদ্রাসায় বই বিতরণ উৎসব পালিত

চাঁদপুর সদর উপজেলার বাগাদী আহমদিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় বিনামূল্যে বই বিতরণ উৎসব সোমবার (১ জানুয়ারি) সকাল ১০টায় মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ও দোয়াগীর হিসেবে উপস্থিত ছিলেন, বাগাদী দরবারের পীর আলহাজ্ব মাওলানা মু. এ কে এম নেয়ামত উল্যাহ খান।

মাদ্রাসার অধ্যক্ষ আবু আব্দুল্লাহ মুহাম্মদ খানের সভাপতিত্বে ও আরবী প্রভাষক পীরজাদা মাওলানা মু. মাহফুজ উল্যাহ খান ইউসুফীর পরিচালনায় বিষেশ অতিথির বক্তব্য রাখেন, ৮নং বাগাদী ইউনিয়নের চেয়ারম্যান বেলায়েত হোসেন গাজী বিল্লাল, উপাধ্যক্ষ আলহাজ্ব মাও. মু. আহসান উল্যাহ, গর্ভনিং বডির সদস্য মো. বরকত উল্যাহ খান, গর্ভনিং বডির ও বাগাদী ইউনিয়নের কমিউনিটি পুলিশিং এর সাধারণ সম্পাদক মাও. জাকির হোসেন হিরু, ৭নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. জাহাঙ্গীর আলম।
এসময় উপস্থিত ছিলেন, আরবী প্রভাষক মাও. মু. মাইনুদ্দিন পাটওয়ারী, প্রভাষক গিয়াস উদ্দিন সরকার, বাংলা প্রভাষক শ্রী মিণাল কান্তি বিশ্বাস, আরবী প্রভাষক আনম ফখরুল ইসলাম মাসুম, ইংরেজি প্রভাষক সারোয়ারুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি মাও. আবু বকর সিদ্দিক, মাও.মু. মোজাম্মেল হোসাইন, জাকির হোসেন প্রমুখ।

কোরআন তেলাওয়াত ও হার্মদ দিয়ে অনুষ্ঠান শুরু করা হয়।

শেষে ইবতেদায়ী প্রথম শ্রেণি থেকে দাখিল নবম শ্রেণি পর্যন্ত ছাত্র-ছাত্রীদের হাতে নতুন বই তুলেদেন অতিথি ও শিক্ষক বৃন্দ।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ সময় ১১ : ০০ এএম, ০২ জানুয়ারি ২০১৮, সোমবার
এইউ

Share