বাগাদী অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে এড. শাহজাহান মিয়া
চাঁদপুর সদর উপজেলার ৮ নং বাগাদী ইউনিয়নের চৌরাস্তা বাজারে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের মাঝে আর্থিক সহায়তা হাত বাড়ালেন চাঁদপুর-৩ সদর-হাইমচর আসনের এমপি প্রার্থী এডভোকেট শাহজাহান মিয়া।
শুক্রবার (৩১ অক্টোবর) সকালে চৌরাস্তা বাজার এলাকায় অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তা প্রদানের এই কর্মসূচির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের জাতীয় সংসদ সদস্য প্রার্থী, সাবেক উপজেলা ভাইস-চেয়ারম্যান ও বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর জেলা সেক্রেটারি এডভোকেট মোঃ শাহজাহান মিয়া।
প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহজাহান মিয়া বলেন,অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের কষ্ট আমাদের হৃদয় বিদারক করেছে। এমন দুর্যোগে তাদের পাশে দাঁড়ানো শুধু মানবিক নয়, সামাজিক দায়িত্বও বটে। জামায়াতে ইসলামী সবসময় জনগণের দুঃখ-দুর্দশায় পাশে থেকেছে এবং ভবিষ্যতেও থাকবে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা যেন দ্রুত স্বাভাবিক জীবনে ফিরতে পারেন—এ জন্য আমরা সার্বিক সহযোগিতা অব্যাহত রাখব।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চাঁদপুর সদর উপজেলা আমীর মাওলানা আফছার উদ্দিন মিয়াজী, উপজেলা কর্মপরিষদ ও শুরা সদস্য মাওলানা মোস্তাফিজুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ৮ নং বাগাদাদী ইউনিয়ন সভাপতি মাওলানা মোঃ বেলায়েত হোসেন খান এবং পরিচালনা করেন ইউনিয়ন সেক্রেটারি মোঃ ডাক্তার আলী হোসাইন।
এ সময় আরো বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী বাগাদাদী ইউনিয়ন ৭ নং ওয়ার্ড সভাপতি ও চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ মোশারফ হোসেন গাজী, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ হাবিবুর রহমান প্রমুখ।
বক্তারা বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা আজ জীবিকার তাগিদে কঠিন পরিস্থিতির মুখোমুখি। সমাজের বিত্তবান ও রাজনৈতিক সংগঠনগুলোর উচিত এমন দুঃসময়ে তাদের পাশে দাঁড়ানো।
অনুষ্ঠান শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন জামাতে নেতৃবৃন্দ।
প্রতিবেদক: মুহাম্মদ বাদশা ভূঁইয়া,
৩১ অক্টোবর ২০২৫