চাঁদপুর

সাথীর মায়ের কান্না দেখে কাঁদলেন আরেক মা!

চাঁদপুর সদর উপজেলার বাগাদী গনি উচ্চ বিদ্যালয়ের ছাত্রী সাথী আক্তারের বাড়িতে শনিবার (১০ সেপ্টেম্বর) সকালে গিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ ও পররাষ্ট্র বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি এমপি।

এসময় সাথীর মায়ের কান্নায় কিছুটা আবেগে আপ্লুত হয়ে নিজের কান্না ধরের রাখতে পারলেন না সাবেক এ পররাষ্ট্রমন্ত্রী।

এ সময় তিনি শোক সন্তোপ্ত পরিবারকে সমবেদনা জানান এবং পরিবারের সদস্যদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলেন। ‘শীঘ্রই দোষীদের সনাক্ত করে আইনের আওতায় এনে বিচারের ব্যবস্থা’ করার জন্য মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপপরিদর্শক এসআই) মাহবুবকে নির্দেশ দেন।

চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা উদয়ন দেওয়ান, বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাবেক জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ বেলায়েত হোসেন বিল্লাল, জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. জহিরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এড. মজিবুর রহমান ভূঁইয়া, তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, শামছুল হক মন্টু পাটওয়ারী, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি নূরুল ইসলাম নাজিম দেওয়ান, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আলী আরশাদ মিয়াজী, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি এড. জাহিদুল ইসলাম রোমানসহ অংঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, গত ২৯ আগস্ট সোমবার দুপুরে জেএসসি পরীক্ষার ফি ২০ টাকা কম দেয়ায় শিক্ষকদের শাস্তিতে ক্ষুব্দ হয়ে ৮ম শ্রেণির ছাত্রী সাথী আক্তার (১৬) আত্মহত্যা করে।

: আপডেট, বাংলাদেশ সময় ১০:১০ পিএম, ১০ সেপ্টেম্বর ২০১৬, শনিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- মাজহারুল ইসলাম অনিক
Share