বাগাদীতে স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদিত
চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটি অনুমোদন করা হয়েছে। সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হানিফ কাকন ও সদস্য সচিব পীরজাদা জুনায়েদ উল্যাহ খান স্বাক্ষরিত ২১ সদস্য বিশিষ্ট এ আহ্বায়ক কমিটি গত ১১ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে অনুমোদিত হয়।
নতুন কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. শিবলু বেপারী এবং সদস্য সচিবের দায়িত্ব পেলেন মো. মমিন গাজী সাগর। এছাড়া সিনিয়র যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্বপালন করবেন মো. রাসেল পাটওয়ারী।
কমিটির যুগ্ম আহ্বায়করা হলেন: মো. রাব্বি বেপারী, মো. মাসুদ গাজী, মো. মোশারফ হোসেন পাঠান, মো. ফারুক শেখ। এছাড়াও কমিটিকে আরো ১৪ জন সদস্য হিসেবে রয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি/ ১২ সেপ্টেম্বর ২০২৫