চাঁদপুর সদর

চাঁদপুরের বাগাদীতে ‘অর্ধশত’ সাপের আনাগোনায় ধুম্রজাল

চাঁদপুর সদর উপজেলার বাগাদী গ্রামে একটি পুকুর থেকে প্রায় ‘অর্ধশত’ সাপের আনাগোনায় শত শত মানুষ দেখতে ভিড় জমিয়েছে। স্থানীয়দের অনেকেই গণমাধ্যমে সংবাদটি প্রকাশে সংবাদকর্মীদেরকে মঙ্গলবার (৪ অক্টোবর) মুঠোফোনে জানায়।

পরেরদিন বুধবার ঘটনাস্থলে গিয়ে জানা যায়, ওই ইউনিয়নে ঢালীর ঘাট বৌ বাজার এলাকার আমিন মাস্টার বাড়ির একটি পুকুর থেকে গত দু’তিন দিন ধরে একাদিক ডোরা কাটা সাপ পুকুরের ওপরে উঠে আসে। প্রত্যক্ষদর্শীদের দাবি অনুযায়ী প্রায় অর্ধশত সাপপুকুরের পানি থেকে উঠে বিভিন্ন গাছের ডাল পালা ও ঝোপ ঝাপড়ায় গিয়ে অবস্থান করে।

তারা জানায় প্রথমদিন ওই পুকুর থেকে প্রায় ২০/৩০টি সাপ পুকুরের পারে পানির উপর ভাসতে দেখে। পরদিন ৪ অক্টোবর মঙ্গলবার ও দিনের বিভিন্ন সময় তার চেয়ে দ্বিগুন সাপের আর্বিভাব হতে দেখে তারা এ প্রতিবেদকসহ চাঁদপুরের বেশ ক’জন সংবাদকর্মেিক বিষয়টি অবগত করেন।

বিষয়টি স্বাভাবিক মনে করে সংবাদকর্মীরা ঘটনাস্থলে যেতে আগ্রহ প্রকাশ না করায়, তারা পুনরায় সংবাদকর্মীদের অবগত করেন।

খবর নিয়ে জানা যায় ওই পুকুরে একাধিক সাপের উৎপত্তির কথা শুনে গত দু’দিন ধরে বিভিন্ন স্থানের মানুষজন তা দেখতে ছুটে যান। রাতের বেলায়ও অনেকে একাধিক সাপ দেখার জন্য ওই পুকুরের কাছে ছুটে যান।

একটি পুকুরে সাপের এমন উৎপত্তি দেখে অনেকে ধারণা গরম আবহওয়ার কারণে হয়তো এমনটি হয়েছে।

: আপডেট, বাংলাদেশ সময় ০৭:০০ এএম, ০৬ অক্টোবর ২০১৬, বৃহস্পতিবার
ডিএইচ

About The Author

প্রতিবেদক- কবির হোসেন মিজি
Share