বাগাদীতে জাতীয় আইন সহায়তা দিবস পালন

স্মার্ট লিগ্যাল এইড,স্মার্ট দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এই স্লোগানকে ধারণ করে চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়ন পরিষদের আ‌য়োজ‌নে জাতীয় আইনগত সহায়তা দিবস পা‌লিত হ‌য়ে‌ছে।

এ উপলক্ষে ২৮ এপ্রিল র‌বিবার সকালে বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লালের নেতৃত্বে বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

শোভাযাত্রাটি ইউনিয়ন পরিষদ থেকে বের হয়ে সড়ক প্রদক্ষিন করে পূনরায় ইউনিয়ন পরিষদ প্রাঙ্গ শেষ হয় । পরে সেখানে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন বাগাদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন গাজী বিল্লাল। তিনি তার বক্তব্যে, জাতীয় আইন সহায়তা দিবসের তাৎপর্য এবং বর্তমান সরকারের নাগরিক সেবা সহজীকরণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকান্ড তুলে ধরেন।

এ সময় বাগাদী ইউনিয়ন পরিষদের সকল মেম্বার সচিব মো. শহীদুল ইসলাম আখন্দ, হিসাব সহকারি মো. নুরুন্নবীসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

প্রতিবেদক: আশিক বিন রহিম, ২৯ এপ্রিল ২০২৪

Share