Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বাগাদীতে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করায় অর্থদন্ড
কৃষি

বাগাদীতে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করায় অর্থদন্ড

চাঁদপুর সদর উপজেলার বাগাদী ইউনিয়নে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার অপরাধে জাকারিয়ার নামের এক ব্যক্তির প্রতিনিধিকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

বুধবার বিকেলে বাগাদী ইউনিয়নের সাহেববাজার এলাকায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) 

ও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান। অভিযানে চাঁদপুর সদর মডেল থানা পুলিশ উপস্থিত ছিলেন।

জানা যায়, বাগাদী ইউনিয়নের সাহেববাজার এলাকায় জাকারিয়া হাওলাদারসহ একটি সিন্ডিকেট মাছের ঝিল তৈরির নামে কয়েক একর ফসলি জমির উপরিভাগের মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রয় করছেন। খবর পেয়ে চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান ঘটনাস্থলে উপস্থিত হয়ে কৃষি জমির টপ সয়েল কেটে অন্যত্র বিক্রি করার অপরাধে মোঃ জাকারিয়া এর প্রতিনিধিকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর ৭(ক) ধারা ভংগের অপরাধে ৫০ হাজার টাকা অর্থদন্ড আরোপ ও আদায় করা হয়। তাছাড়া ভবিষ্যতে এ ধরনের কাজ আর পরিচালনা করবে না মর্মে মুচলেকা দেয়া হয়। 

চাঁদপুর সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আল ইমরান জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সিনিয়র স্টাফ রিপোর্টার, ৫ মার্চ ২০২৫