Friday, 19 June, 2015 1:16:54 AM
চাঁদপুর টাইমস ডেস্ক:
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পিএইচডি ডরমেটরিতে গভীর রাতে অপ্রীতিকর অবস্থায় উদ্ধার হওয়া দুই শিক্ষার্থীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
জানা যায়, গত বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে অ্যাকোয়াকালচার বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী জীবন রায় বিশ্ববিদ্যালয়ের ড. এম এ ওয়াজেদ মিয়া পিএইডি ডরমেটরির ১২২ নং রুমে প্যারাসাইটোলজি বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ফাতেমা তুজ জোহরার সঙ্গে দেখা করতে যায়।
রাত ১২টার পরও না ফেরায় কর্তব্যরত নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়। পরে রাত ১২টার দিকে জোহরাকে জিজ্ঞাসা করা হলে জীবন সেখানে নাই বলে জোহরা নিরাপত্তাকর্মীকে জানায়।
পরে কয়েকজনকে নিয়ে ওই রুমে তল্লাশি করার সময় জীবন রায়কে খাটের নিচ থেকে উদ্ধার করা হয়।
খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডির সদস্যরা ঘটনাস্থলে যান। এ ঘটনায় বিশ্ববিদ্যালয় প্রশাসন তিন দিনের মধ্যে তাদের কারণ দর্শানোর নোটিশ দেন।
এ বিষয়ে জীবন রায় বলেন, জোহরাকে রান্না শেখানোর জন্য আমি ডরমেটরিতে গিয়েছিলাম।
বাকৃবির প্রক্টর অধ্যাপক ড. এ কে এম জাকির হোসেন বলেন, এ বিষয়ে তাদের কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। উপাচার্যের সঙ্গে আলোচনা করে তাদের বিরুদ্ধে পরবর্তী প্রশাসনিক ব্যবস্থা নেয়া হবে।
চাঁদপুর টাইমস : ডেস্ক/ডিএইচ/২০১৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur