চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজারে প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে।
সোমবার (১১ নভেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপদ বিভাগ চাঁদপুরের যৌথ উদ্যোগে সড়কের জায়গায় গড়ে উঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।
উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।
তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এই অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী এবং স্থানীয় জনপ্রতিনিধিরা সহযোগিতা করেছে।
এদিকে ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ব্যবসায়ীরা বলেন, আমাদের কাছ থেকে যারা লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে তারা সবাই পলাতক। এখন আমাদের আমও গেলে চালাও গেল। আমরা বউ বাচ্চা নিয়ে কোথায় যাবো।
বাকিলা ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান জানান, উচ্ছেদ অভিযানের বিষয় টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী রাতে ও সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়। ব্যবসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে হোটেল, চায়ের দোকান, মুরগীর মাংসের দোকান, স্টেশনারী ও সবজির অবৈধ ব্যবসা স্থাপনাগুলো উচ্ছেদ করা হয়। সেই সাথে জেলা পরিষদের ভুয়া নামে গড়ে উঠা একটি মার্কেট ভেঙ্গে ফেলেছে।
সওজ সড়ক উপ-বিভাগ চাঁদপুরের উপ-বিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে উঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে উঠা প্রায় দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এই সড়ক বিভাগের অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হবে বলে জানান প্রশাসন।
দিনের শেষ অংশে দেখা যায় যার যার অবস্থান ধরে রাখতে নেখানে খোলা আকাশের নিচে ব্যবসা পরিচালনার উদ্যোগ নিচ্ছে দখলদাররা।
প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ১১ নভেম্বর ২০২৪
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur