Home / উপজেলা সংবাদ / হাজীগঞ্জ / বাকিলা তারুণ্যের আলো সামাজিক সংগঠনের কমিটি অনুমোদন
11 (1)==

বাকিলা তারুণ্যের আলো সামাজিক সংগঠনের কমিটি অনুমোদন

সম্প্রতি হাজীগঞ্জের বাকিলা ইউনিয়নের তারুণ্যের আলো সামাজিক সংগঠনের ৬১ সদস্য বিশিষ্ট কমিটি অনুমোদন হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক সম্পাদক মনোনীত হয়েছেন যথাক্রমে মো. ইউসুফ হোসেন ও মাহমুদুল আলম প্রিন্স এবং এহসান হোসেন সংগঠনের কার্যালয়ে এক মতবিনিময় সভায় এ কমিটি গঠন করা হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন যথাক্রমেঃ- সি.সহ-সভাপতি-তোফায়েল সিদ্দিক, সহ-সভাপতি- মো:জহির খান, আফসার হোসেন, ফজলে রাব্বি, জয় চন্দ্র দাস, মেহেদী হাসান, মহিন হোসেন, হাবিবুর রহমান শুভ, হানিফ ঢালী, মামুন হোসেন, যুগ্ম সাধারণ-সম্পাদক- আকতারুজ্জামান হাওলাদার, রবিউল ইসলাম শুভ, সবুজ ত্বহা, সহ-সাধারণ সম্পাদক- মাহমুদুল হাসান রিয়াদ, মহিন বেপারী, মো: জিসান আহমেদ, হাবিবুর রহমান (জিয়া), মেহেদী হাসান (ডিজে), মো: অপু হোসেন, মো: রাজু বেপারী, সাংগঠনিক সম্পাদক, মাহফুজ বেপারী, মো: সিয়াম হোসেন, মো: রেদওয়ান হোসেন, মো: শাফী ঢালী, মো: সাহবুদ্দিন হোসেন, দিপু শীল, দপ্তর সম্পাদক- মো: তামিম হোসেন, সহ-দপ্তর সম্পাদক-নরসাদ চৌধুরী, সহ-দপ্তর সম্পাদক- এমদাদ হোসেন বেপারী, কোষাধক্ষ্য- মো: বোরহান উদ্দিন, প্রচার সম্পাদক-যোবায়ের হোসেন, সহ-প্রচার সম্পাদক-ইকরাম হোসেন, পরিবেশ বিষয়ক সম্পাদক- সুজন মিয়াজী,সহ-পরিবেশ বিষয়ক সম্পাদক- সাজিদ হোসেন, শ্রমবিষয় সম্পাদক-নূর আলম রাজ, ধর্ম বিষয়ক সম্পাদক-আরাফাত হোসেন, ত্রাণ বিষয়ক সম্পাদক-জাপর বেপারী, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক-রাব্বানী হাওলাদার, সহ-সমাজ কল্যান বিষয়ক সম্পাদক-আরমান হাসান, মহলিা বিষয়ক সম্পাদক-সাথী হাওলাদার, প্রবাসী বিষয়ক সম্পাদক- সাদেক হোসেন বেপারী, সোহরাব হোসেন, রিয়াদ হোসেন, আলম হাওলাদার, ফারুক হোসেন, আইন বিষয়ক সম্পাদক- বিজয় চন্দ্র দাস, ক্রীড়া বিষয়ক সম্পাদক-সাকিব বেপারী, পরিবহন বিষয়ক সম্পাদক-আল-আমিন, কৃষি বিষয়ক সম্পাদক-ফয়সাল বেপারী, সম্মানিত সদস্য- ১। হাবিবুর রহামান(কাতার প্রাবাসী) ২। মো: ইসমাইল হোসেন(ডিজিটাল প্রিন্ট) ৩। মো: সজল আসফাক(ব্যবসায়ী) ৪। মোঃ ইউসুফ হোসেন(ব্যবসায়ী) ৫। মো: হাসান বেপারী(প্রাবাসী) ৬। ইকবাল হোসেন (এন.আই.ডি) ৭। মো: ইকরাম হাওলাদার, ৮। শুকুর আলম হাওলাদার। ৯। ইউসুফ হোসেন।

উল্লেখ্য ২০২০ সালে করোনা মহামারির সময় উদ্যোমী তরুণ যুবাদের সমন্বয়ে সামাজিক সংগঠন হিসাবে ‘‘সংগঠনের’’ আত্মপ্রকাশ ঘটে।

প্রতিষ্ঠার পর থেকে এলাকার সামাজিক কাজে বিশেষ অবদান রাখছেন সংগঠনটি ।

নিজস্ব প্রতিবেদক, ৪ মে ২০২৫