বাকিলা উবির ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন

হাজীগঞ্জের বাকিলা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন ২০২৪ শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। ২২ জুন শনিবার সকাল থেকে বিকেল ৪ টা পর্যন্ত প্রায় নয়শত অভিভাবক সদস্য ৬ জন প্রার্থীকে ভোট দেন।

বিকেল ৫ টার দিকে হাজীগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিজাইডিং অফিসার মো. জাহাঙ্গীর আলম ফলাফল ঘোষণা করেন। এতে ৪৮৭ ভোট পেয়ে প্রথম হয়েছেন হোসেন মোল্লা লিটন, ২৭৭ ভোট পেয়ে দ্বিতীয় হয়েছেন এনামূল হক তোয়াব, ৩১১ ভোট পেয়ে তৃতীয় অবস্থানে আবুল হোসেন লিটন ও ২৫৯ ভোট পেয়ে চতুর্থ নির্বাচিত হয়েছেন শ্যামল কান্তি দাস।

বাকিলা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মজিবুর রহমান শান্তিপূর্ণ পরিবেশে গনতান্ত্রিক পক্রিয়ায় নির্বাচন সম্পন্ন করতে গিয়ে উপজেলা ও থানা পুলিশ প্রশাসন, সাংবাদিক এবং এলাকাবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

প্রতিবেদক: জহিরুল ইসলাম জয়, ২২ জুন ২০২৪

Share