কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। শুক্রবার সকালে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এর ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন।
জামেয়া ইসলামীয়া ইব্রাহীমীয়া উজানী মাদ্রাসার শাইখুল হাদীস পীরে কামেল আল্লামা মুসলিম আইনি সাহেবের সভাপতিত্বে ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সদস্য মিজান সরকারের পরিচালনায়, অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কচুয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি মো. শাহজাহান শিশির, বাইছারা উচ্চ বিদ্যালয়ের সভাপতি একেএম আব্দুল্লাহ আল বাকী, গাজীপুর সিটি মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. মো. রিফায়েত উল্লাহ শরীফ প্রমুখ। বক্তব্য রাখেন, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জাকির হোসেন ও বিতারা ইউনিয়ন যুবলীগের আহ্বায়ক ইসমাইল ভূইয়া প্রমুখ।
ঐতিহ্যবাহী বাইছারা দারুচ্ছালাম মাদ্রাসার কেন্দ্রীয় জামে মসজিদ নির্মানের অন্যতম উদ্যোক্তা ডাক্তার মো: আরিফুজ্জামান খান ও ইয়াকুব ভূঁইয়ার সার্বিক সহযোগিতায় এ সময় উপজেলা সহকরী কমিশনার ভূমি মো: ইবনে আল জায়েদ হোসেন,বিতারা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কবির হোসেন, সধারন সম্পাদক সোহাগ খান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইব্রাহীম খলিল বাদল, সাধারন সম্পাদক এস.এম জাকির হোসেন সবুজসহ এলাকাবাসী উপস্থিত ছিলেন।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১০ ফেব্রুয়ারি ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur