চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা পশ্চিমপাড়া দারুচ্ছালাম মাদ্রাসা ও এতিমখানার ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের শিক্ষা সমাপনী ও অভিভাক সমাবেশ করা হয়েছে।
২৬ জানুয়ারি শনিবার মাদ্রাসা মিলনায়তনে এই অনুষ্ঠানে মাদ্রাসার সভাপতি মো. সিরাজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে ও মাদ্রাসার নাজিমে তালিমাত মুফতী মো. নুর শাহ এর পরিচালনায় এসময় মাদ্রাসার সেক্রেটারি ও বিশিষ্ট সমাজসেবক বিএম সফিউল্লাহ, বিতারা আলিম মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাও. মো. আবু সাঈদ, বাইছারা যুব সমাজের সেক্রেটারি হাফেজ মো. মামুনুর রশিদসহ মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন। পরে শিক্ষার্থীদের সফলতা ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত পরিচালনা করেন মাদ্রাসার নাজিমে তালিমাত মুফতি মো. নুর শাহ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ২৬ জানুয়ারি ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur