বাইছারা উবি এসএসসিতে উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

চাঁদপুরের কচুয়া উপজেলার ঐতিহ্যবাহী বাইছারা উচ্চ বিদ্যালয়ের ২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংর্ধনা দেয়া হয়েছে। বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির আয়োজনে শনিবার বিদ্যালয় মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা করা হয় ।

বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির প্রতিষ্ঠাতা সভাপতি, প্রফেসর মোঃ মাহফুজুর রহমান ভূঁইয়ার সভাপতিত্বে ও বাংলাদেশ পুলিশের উপ পরিদর্শক এসআই মো: দেলোয়ার হোসেন এর পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন, বাইছারা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন,সাচার ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক গাজী মো : জসিম উদ্দিন, চান্দিনার কৈলাইন নতুন বাজার আলিম মাদরাসার আরবী প্রভাষক মো: জয়ানাল আবেদীন, বিশিষ্ট শিক্ষানুরাগী, মুহাম্মদ আনিসুর রহমান মুন্সি, ইংলিশ ক্লাসের প্রশিক্ষক মোহাম্মদ সালাউদ্দিন,বাইছারা উচ্চ বিদ্যালয়ের অভিভাবক মিজান সরকার, বাইছারা স্মার্ট ভিশন সোসাইটির সহ-সভাপতি মুহাম্মদ নূরে আলম মুন্সি, সাইফুল ইসলাম, যুগ্ম সম্পাদক শাহজাহান সজিব, অর্থ সম্পাদক জাহাঙ্গীর আলম মাহিন, সাংগঠিক সম্পাদক মো : রবিউল হাসান,ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: শাহ জামান সরকার, শিক্ষা বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন সরকার, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর সরকার,সদস্য বি এম সফিউল্যাহ, সহ আরো অনেকে। কৃর্তি শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য দেন, সিফাত হোসেন সরকার, আফরিন তাসমিন ও অষ্টম শ্রেণির শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রমুখ।এ সময় বাইছারা উচ্চ বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে বিদ্যালয়ের শিক্ষক ও কৃতি শিক্ষার্থীদের ফুলেল শুভেচছায় বরন করা হয় এবং কৃতি শিক্ষার্থীদের সম্মাননা ক্রেষ্ট উপহার দেওয়া হয়।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু , ২৭ জুলাই ২০২৫