একাধিক বিয়ে করে প্রতারণার অভিযোগ পাওয়া গেছে ছোলেমা খাতুন ওরফে সাদিয়া আক্তার তমা নামের এক তরুণীর বিরুদ্ধে। এই তরুণী নিজেকে বাংলা চলচ্চিত্রের নায়িকা হিসেবে পরিচয় দেন।
তবে খোঁজ নিয়ে জানা গেছে ঢাকাই ছবিতে এই নামে কোনো নায়িকা নেই। কিংবা এমন নামে মূল চরিত্রে কেউ অভিনয়ও করেন না। এই তরুণীর প্রধান শখ বিয়ে করা। তবে নাটকের অংশ বিশেষে তাঁকে দেখা গেছে।
তমার মূল উদ্দেশ্যই বিনোদন ও প্রতারণা। এরপর মামলা, অতঃপর দেনমোহর নিয়ে সটকে পড়া। এখন পর্যন্ত তার ২০টি বিয়ের অভিযোগ পাওয়া গেছে।
বিস্তারিত ভিডিওতে…
নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ ১২ : ১০ পিএম, ১২ নভেম্বর, ২০১৭ রোববার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur