শুভ বাংলা নববর্ষ। পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতির সংস্কৃতির ধারক ও বাহক। সংস্কৃতি হলো জাতির মানস দর্পণ। দর্পণে প্রতিফলিত হয় সামগ্রিকভাবে গণমানুষের চিন্তা চেতনা তথা জীবন ও মূল্যবোধ।
জাতির আচার-আচরণ, পোশাক-পরিচ্ছদ,আহার-বিহার থেকে শুরু করে দৈনন্দিন জীবনের সাথে পরিপূরক যে চেতনা এর নামই সংস্কৃতি।
তাই আবহমানকাল থেকেই পহেলা বৈশাখ আমাদের জাতীয় সংস্কৃতি হিসেবে উদযাপন হয়ে আসছে । সংস্কৃতি আপন জাতিসত্তার পরিচয় তুলে ধরে।
সংস্কৃতিচর্চা মানুষকে মর্যাদা দেয়। পরিচিত করে। সমাদৃত করে। এক্ষেত্রে থাকতে হবে শিকড়ের সম্পর্ক।
ভিনদেশি সংস্কৃতির পরিতোষক যারা, তারা কোনো সংস্কৃতি দিয়েই তাদের যাপিত জীবনকে পরিপূর্ণ করতে পারে না ।
বাংলা নববর্ষে দেশ-বিদেশে অবস্থানরত চাঁদপুর টাইমসের অসংখ্য পাঠক, পাঠিকা, শুভাকাংখীও শুভানুধ্যায়ী, অনলাইন পোর্টালে কর্মরত সর্বস্তরের সাংবাদিকবৃন্দ, আমার প্রিয় আরেকটি প্রতিষ্ঠান চাঁদপুর ক্যাবলস নেটওয়ার্ক সহকর্মী ও গ্রাহকদের প্রতি রইলো অকৃত্রিম ভালোবাসা, শুভেচ্ছা ও অভিনন্দন।
চলার পথে আপনারা আমাদের সাথেই থাকবেন-এ প্রত্যাশাই করছি।
আপডেট, বাংলাদেশ সময় ১০: ২৩ পিএম, ১৩ এপ্রিল ২০১৭, বৃহস্পতিবার
ডিএইচ