Home / বিনোদন / চলচ্চিত্র ও ব্যক্তিগত বিষয়ে নায়ক মান্না’র এক্সক্লুসিভ বক্তব্য
চলচ্চিত্র ও ব্যক্তিগত বিষয়ে নায়ক মান্না’র এক্সক্লুসিভ বক্তব্য

চলচ্চিত্র ও ব্যক্তিগত বিষয়ে নায়ক মান্না’র এক্সক্লুসিভ বক্তব্য

১৪ আগস্ট ২০১৫, শনিবার, ভোর ০৫ : ৪৪ মিনিট

বিনোদন ডেস্ক:

এস এম আসলাম তালুকদার মান্না যিনি আমাদের চলচ্চিত্রের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। ১৯৮৪ সালে এফডিসির ‘নতুন মুখের সন্ধানে’ কার্যক্রমে র মাধ্যমে চলচ্চিত্রে যিনি আগমন করেন।

তাঁর প্রথম অভিনীত ছবির নাম তওবা কিন্তু প্রথম মুক্তি পায় ‘পাগলি’ ছবিটি। সেই নতুন মুখের সন্ধানে মান্নার সাথে আরও এসেছিলেন খালেদা আক্তার কল্পনা, নায়ক সুব্রত, নায়ক সোহেল চৌধুরী , নিপা মোনালিসা যারা মান্নার জীবিত অবস্থায় হারিয়ে গিয়েছিলেন। মৃত্যুর আগ পর্যন্ত এ যাবত প্রায় ৪০০ ছবিতে অভিনয় করেছিলেন মান্না।

১৯৯১ সালে মোস্তফা আনোয়ার পরিচালিত ‘কাসেম মালার প্রেম’ ছবিতে প্রথম একক নায়ক হিসেবে সুযোগ পেয়েছিলেন। এর আগে সব ছবিতে মান্না ছিলেন ২য় নায়ক। ‘কাসেম মালার প্রেম’ ছবিটি সুপার ডুপার হিট হওয়ার কারনে মান্না একের পর এক একক ছবিতে কাজ করার সুযোগ লাভ করেন।

২০০৮ সালের ১৭ই ফেব্রুয়ারি হৃদরোগে আক্রান্ত হয়ে মাত্র ৪৪ বছর বয়সে মান্না মৃত্যুবরণ করেন। মৃত্যুর পর তার জানাজা এফ’ডিসিতে হয়। ২য় জানাজা স্মৃতিসৌধে হওয়ার কথা ছিল, কিন্তু দর্শক ভক্তকুলের ভিড় এবং পুরো ঢাকায় অত্যন্ত জ্যাম থাকায় তাকে সেখানে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। টাঙ্গাইল জেলায় অবস্থিত তার নিজ গ্রাম এলেঙ্গায় তাঁকে সমাহিত করা হয়।

১)

https://youtu.be/tKWnlP_XX08

২)

https://youtu.be/s0Xa6voZMAc

৩)

https://youtu.be/s0Xa6voZMAc

চাঁদপুর টাইমস- ডিএইচ/2015।