আমি শুনেছি সেদিন
মুজিবের কণ্ঠধ্বনি
বাংলা আমার দেশ।
সেই ধ্বনিতেই বাংলার মানুষ বুঝিয়াছে
পাকিস্তানের রাজত্ব এখন শেষ।
হারানো বাংলাদেশ ফিরে পেতে
আমি শুনেছি একাত্তরের ইতিহাস,
বাংলা আমার দেশ।
বিশ^কবির সোনার বাংলা,
নজরুলের বাংলাদেশ,
আর জীবনান্দের রুপসি বাংলা
রুপের নাই যে শেষ।
উর্দু থেকে বাংলা ভাষা
কইতেযে লাগে বেশ
সেই বাংলাই আমার দেশ।
আমিতো শুনেছি ত্রিশ এর গল্প,
যারা দেশের জনে ̈ নিজ জীবন করেছে শেষ।
সেই বাংলাই আমার দেশ।
আমিতো পড়েছি মুজিবের
অসমাপ্ত জীবনি,
যেই দেশের জনে ̈ তার
আতœ-পরিবার হয়েছে শেষ,
সেই বাংলাই আমার দেশ।
লেখক- মোঃ হানজালা (দিপু)