জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে টস জিতে আগে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।
মঙ্গলবার হারারেতে বাংলাদেশ সময় দুপুর ১.৩০ মিনিটে মাঠে নামবে দুই দল। প্রথম দুই ম্যাচ জিতে ইতিমধ্যে সিরিজের ২-০ ব্যবধানে এগিয়ে গেছে টাইগাররা।
তৃতীয় ও শেষ ম্যাচে একাদশে দুই পরিবর্তন এনেছে বাংলাদেশ। বিশ্রাম দেওয়া হয়েছে পেসার শরিফুল ইসলামকে। আর চোটের কারণে নেই মেহেদী হাসান মিরাজ। তাদের পরিবর্তে দলে এসেছেন নুরুল হাসান সোহান ও মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশেও দুটি পরিবর্তন হয়েছে। রায়ান বার্ল ও ডোনাল্ড তিরিপানো সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন রিচার্ড এনগাভারা ও তিনাশে কামুনহুকামোয়।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস (উইকেটরক্ষক), সাকিব আল হাসান, মোহাম্মদ মিঠুন, মাহমুদউল্লাহ, নুরুল হাসান, আফিফ হোসেন, মোসাদ্দেক হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।
জিম্বাবুয়ে একাদশ: রেগিস চাকাভা (উইকেটরক্ষক), টিমিসেন মারুমা, ব্র্যান্ডন টেইলর (অধিনায়ক), ডিয়ান মায়ার্স, ওয়েসলি মাধেভের, সিকান্দার রাজা, রায়ান বার্ল, ডোনাল্ড টিরিপানো, লুক জংওয়ে, টেন্ডাই চাতারা, ব্লেসিং মুজারাবানি।
ঢাকা চীফ ব্যুরো, ২০ জুলাই, ২০২১;
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur