জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষ্যে মঙ্গলবার (৫ আগস্ট) দিনব্যাপী বাংলাদেশ সুইমিং ফেডারেশনের আয়োজনে ঢাকাস্থ মিরপুর জাতীয় সুইমিং কমপ্লেক্সে বেশ কটি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বয়স ভিত্তিক বালক ও বালিকায় সাঁতারে ৬টি ইভেন্ট এবং সিনিয়র বিভাগের পুরুষ ও মহিলা বিভাগে ৮ টিসহ মোট ১৪টি ইভেন্ট অনুষ্ঠিত হয়। ইভেন্ট গুলো হচ্ছে সাঁতার ও ওয়াটারপোলো প্রতিযোগিতা করা হয়।
উক্ত প্রতিযোগিতায় বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনী এবং বাংলাদেশ পুলিশ দলের খেলোয়াড়দের সমন্বয়ে লাল ও সবুজ দল গঠন করে ওয়াটারপোলো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ওয়াটারপোলো খেলায় সবুজ দল ২-১ গোলো লাল দলকে পরাজিত করে।
পরে বিকেল ৪ টায় উক্ত সকল প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
উক্ত প্রতিযোগিতায় বিজয়ী প্রতিযোগীদের মাঝে পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া পরিষদের সচিব (যুগ্ম সচিব) মোঃ আমিনুল ইসলাম, এনডিসি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ সুইমিং ফেডারেশনের দু’বারের সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান শাহীন।
এছাড়াও উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ সুইমিং ফেডারেশনের কার্যনির্বাহী কমিটির বিভিন্ন পর্যায়ের সদস্যবৃন্দ, বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, বাংলাদেশ বিমান বাহিনীর বিভিন্ন পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে জুলাই আগষ্ট গনঅভ্যুত্থানের শহীদের আত্মার মাগফেরাত কামনা করা হয়।
স্টাফ করেসপন্ডেট/ ৬ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur