বাংলাদেশ সমবায় ব্যাংক অফিসার্স অয়েলফেয়ার এসোসিয়েশনের ১৫তম দ্বি-বার্ষিক সাধারন সভা শনিবার অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-মতিঝিলস্থ সমবায় ব্যাংক ভবনের ৭ম তলায় এ সাধারন সভা অনুষ্ঠিত হয়।
এতে সবোর্চ্চ ভোট পেয়ে কচুয়ার রাগদৈল গ্রামের কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমান জাহাঙ্গীর সভাপতি নিবার্চিত হয়েছেন।
হাবিবুর রহমান জাহাঙ্গীর ১৯৯৮ সালে অফিসার পদে বাংলাদেশ সমবায় ব্যাংকে যোগদান করে বিভিন্ন পদে চাকুরি করছেন। পাশাপাশি তিনি ওই ব্যাংকের চেয়ারম্যান এর পিএস হিসেবেও সুনামের সাথে কাজ করেন।
এদিকে চাঁদপুরের কচুয়ার কৃতিসন্তান ও বিশিষ্ট ব্যাংকার হাবিবুর রহমান জাহাঙ্গীর বাংলাদেশ সমবায় ব্যাংক অফিসার্স অয়েলফেয়ার এসোসিয়েশনের সভাপতি নিবার্চিত হওয়ায় তাঁকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন এলাকাবাসী।
প্রতিবেদকঃ জিসান আহমেদ নান্নু,২৩ জানুয়ারি ২০২২
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur