বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার আয়োজনে ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।১৯ মার্চ বুধবার চাঁদপুর জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর আমির ও
ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুরের উপদেষ্টা মাওলানা বিল্লাল হোসাইন মিয়াজী।
বাংলাদেশ ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার সভাপতি অ্যাড. নঈমুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন জেলা জামায়াতের নায়েবে আমির অ্যাড. মাসুদুল ইসলাম বুলবুল, জেলা জামায়াতের সেক্রেটারী ও সিনিয়র আইনজীবী অ্যাড. মোঃ শাহজাহান মিয়া, ল’ ইয়ার্স কাউন্সিল চাঁদপুর জেলা শাখার যুগ্ম সম্পাদক ও পৌর আমির অ্যাড. শাহজাহান খান।
সংগঠনের সাধারণ সম্পাদক ও সিনিয়র আইনজীবী অ্যাড. শেখ আবুল খায়ের ছালেহ এর পরিচালনায় আইনজীবীদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. বাবর বেপারী, সাধারণ সম্পাদক অ্যাড. জসিম মেহেদী, সাবেক সভাপতি অ্যাড. সেলিম আকবর, অ্যাড. আহসান হাবীব, অ্যাড. কামাল উদ্দিন আহমেদ, সাবেক সাধারণ সম্পাদক অ্যাড. এ জেড এম রফিকুল হাসান রিপন, সিনিয়র আইনজীবী অ্যাড. জাহাঙ্গীর আলম, অ্যাড. এমরান হোসেনসহ অন্যান্য আইনজীবীরা।
প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, রমজান মাস ইসলামের একটি গুরুত্বপূর্ণ মাস, ইহা সিয়াম বা রোজার মাধ্যমে আল্লাহর নিকট আত্মসমর্পণ ও ত্যাগের মাস হিসেবে চিহ্নিত। পবিত্র রমজান মাসে আল্লাহ তা’আলা কোরআন নাযিল করেছেন, যা মানবজাতির জন্য হিদায়াতের সুস্পষ্ট নিদর্শন।
রমজান মাসে মানুষ আল্লাহর সাথে সম্পর্ক গভীর করার জন্য সিয়াম পালন করেন। এটি মানবিক আত্মশুদ্ধির একটি মাধ্যম। রমজান মাসে এক বিশেষ রাত আছে যা হাজার মাসের চেয়েও শ্রেষ্ঠ। যেখানে আল্লাহ মুমিনদের জন্য মাগফিরাতের দরজা খুলে দেন।
তিনি আরো বলেন, রমজান মাস শুধুমাত্র ধর্মীয় নয়, বরং সামাজিক ও রাজনৈতিক ক্ষেত্রেও একটি বিশাল প্রভাব রাখে। এ মাসে মানুষ ত্যাগ, সহানুভূতি এবং পরোপকারের নিজেকে বিলিয়ে দেয়। যা সমাজে শান্তি ও সমৃদ্ধি প্রতিষ্ঠায় সহায়ক।
রমজান মাসে মানবিকতা, ভ্রাতৃত্ববোধ এবং সমাজের জন্য দানশীলতার কাজ করা উচিত। রাজনৈতিক নেতৃবৃন্দের উচিত রমজানের শিক্ষাকে জীবনের প্রতিটি ক্ষেত্রে বাস্তবায়ন করা। বিশেষ করে দেশের মানুষের জন্য ন্যায্যতা ও কল্যাণের ব্যবস্থা করা। রমজান মাসের শিক্ষা আমাদের মাঝে ঐক্য প্রতিষ্ঠা করতে সাহায্য করে। যা একটি দেশের উন্নয়ন ও শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
ইফতার মাহফিলে সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন অ্যাড. আব্দুল কাদের খান, অ্যাড. মামুন মিয়াজী, অ্যাড. শফিকুল ইসলাম রনি, অ্যাড. ইমাম হোসেন সুমন, অ্যাড. মামুন তানজিল, অ্যাড. মহিউদ্দিন ফাহাদ প্রমুখ।