পবিত্র ঈদ এ মিল্লাদুনবী উপলক্ষে বাংলাদেশ রেলওয়ে শ্রমিক ও কর্মচারী দলের (রেজিঃ নং বি ১৭৬৫) আয়োজনে মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৫ সেপ্টেম্বর) বাদ মাগরিব চাঁদপুর কোট স্টেশনে রেলওয়ে প্লাটফর্ম মাস্টার সোয়াইবুল সিকদারের সভাপতিত্বে ও শ্রমিক ও কর্মচারী দল চাঁদপুর শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এইচ এম হাবিব উল্যাহ খানের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক মারুফ হোসেন।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর জেলা শ্রমিক দলের সভাপতি নজরুর ইসলাম বাদল, সাধারন সম্পাদক হাবিবুর রহমান ভূইয়া, মুক্তিযুদ্ধের প্রজম্ম কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ মোজাম্মেল হোসেন শাহীন, চাঁদপুর জজ কোটের অ্যাডঃ রইছুর রহমান, জেলা যুবদলের সহ সভাপতি শাহনুর বেপারী শানু প্রমুখ। মিলাদ ও দোয়া অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন হাফেজ মোঃসফিকুল ইসলাম ।
এর পূর্বে বাদ আছর পবিত্র ঈদ এ মিল্লাদুনবী উপলক্ষে পথচারিদের মাঝে মিষ্টি, পায়েশ, বাতাসা, পিঠা ইত্যাদি বিতরন অনুষ্ঠানের উদ্ধোধন করেন শ্রমিক ও কর্মচারী দল কেন্দ্রীয় কমিটির সমাজ কল্যান সম্পাদক মারুফ হোসেন।এ সময় প্রায় ৫ শতাধিক পথচারির মাঝে মিষ্টি, পায়েশ, বাতাসা, পিঠা ইত্যাদি বিতরন করা হয়।
এসময় আরো উপস্থিত ছিলেন, আশেকে রাসূল মোঃ সাইদুজ্জামান শিপন, জসিম উদ্দিন, সাহাবউদ্দিন, আল আমিন, রবিউল, সম্রাট, মনির হোসেন সহ আরো অনেকে।
প্রতিবেদক: মাজহারুল ইসলাম অনিক/ ৫ সেপ্টেম্বর ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur