চাঁদপুর সদর

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন চাঁদপুর সদরের মতবিনিময়

বাংলাদেশ মাদ্রাসা শিক্ষক সমন্বয় আন্দোলন চাঁদপুর সদর উপজেলার মতবিনিময় সভা বৃহস্পতিবার (৫ অক্টোবর) দুপুর ২টায় শহরের মিশনরোড রীপা ম্যানশনের নিচতলা সংগঠনে কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

বিশ্ব শিক্ষক দিবসে বাংলাদেশের সকল শিক্ষককে বাংলাদেশ মাদরাসা শিক্ষক সমন্বয় আন্দোলনের পক্ষ থেকে অভিনন্দন ও মোবারকবাদ জানান এবং প্রধান অতিথির বক্তব্যে রাখেন আন্দোলনের আহবায়ক পীরজাদা মাওলানা মো. মাহফুজ উল্যাহ খান ইউসূফী।

তিনি বলেন, আলিয়া মাদরাসার স্বতন্ত্র বৈশিষ্ট বজায় রেখে মাদরাসা শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদেরকে ঐক্যবদ্ধভাবে ভূমিকা রাখতে হবে। পেশাগত মানোন্নয়নে আন্তরিকতার সাথে দায়িত্ব পালনের মাধ্যমে দ্বীনি শিক্ষার ক্ষেত্র আলিয়া মাদরাসাকে জাগিয়ে তুলতে হবে, ফিরিয়ে আনতে হবে সোনালি সুদিন, দেশের কল্যাণে নিয়োজিত করতে হবে ছাত্রসমাজকে। তাহলেই সত্যিকার অর্থে আমাদের জাতিয় সকল দাবি মূল্যায়িত হবে।

চাঁদপুর সদর উপজেলা আহবায়ক আ ন ম ফখরুুল ইসলাম মাসুমের সভাপতিত্বে ও সদস্য সচিব এ যে এম মোজাম্মেল হকের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন চাঁদপুর সদর উপজেলা যুগ্ম আহবায়ক মাওলানা নাজমুস সায়াদাত, মাওলানা মকবুল হোসেন, আহবায়ক কমিটির সদস্য মাওলানা মহিউদ্দিন জাফরী, মাওলানা আনোয়ার হোসাইন প্রমুখ।

এসময় সদর উপজেলা আহবায়ক কমিটির অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

করেসপন্ডেন্ট
: আপডেট, বাংলাদেশ ১০ : ১০ পিএম, ০৫ অক্টোবর, ২০১৭ বৃহস্পতিবার
এইউ

Share