বাংলাদেশ ও ভারতের মধ্যে বন্ধুত্ব অনেক মজবুত এবং এ সম্পর্ক ভবিষ্যতে আরো শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশ সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।
মঙ্গলবার (১৭ ডিসেম্বর) সকালে ঢাকা সেনানিবাসে হেলমেট হলে আয়োজিত এক কনফারেন্সে এই আশাবাদ ব্যক্ত করেন তিনি।
তিনি বলেন,`একাত্তরে মুক্তিযুদ্ধের সময় রাশিয়ার ভূমিকা বাংলাদেশ সবসময় স্মরণ করবে।’
এর আগে মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী ভারতীয় সশস্র বাহিনীর ২৬ জন যোদ্ধা এবং স্বাধীনতা পরবর্তী কর্নফুলী চ্যানেলে মাইন অপসারণে সহায়তাকারী রাশিয়ার ৫ নৌ-সদস্য শিখা অনির্বাণে পুষ্পস্তবক অর্পণ করেন।
বার্তা কক্ষ , ১৭ ডিসেম্বর ২০১৯