রিজার্ভ চুরির ঘটনায় বাংলাদেশ ব্যাংকের মামলা খারিজ । রিজার্ভ চুরির ঘটনায় ম্যানিলাভিত্তিক রিজাল কমার্শিয়াল ব্যাংকিং করপোরেশনের (আরসিবিসি) বিরুদ্ধে বাংলাদেশ ব্যাংকের করা মামলা খারিজ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের আদালত।
২০১৬ সালে সাইবার হ্যাকিংয়ের মাধ্যমে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভের ৮ কোটি ১০ লাখ ডলার হাতিয়ে নেওয়া হয়। সোমবার ২৩ মার্চ যুক্তরাষ্ট্রের ডিস্ট্রিক্ট আদালত মামলাটি খারিজ করে দিয়েছেন। খবর সিএনএনের
আরো পড়ুন- বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরিতে জড়িত মায়া সন্তোষের কারাদণ্ড
এরপর চুরি যাওয়া অর্থ উদ্ধারের আশায় ফিলিপাইনের আরসিবিসি ব্যাংক এবং বেশ কয়েকজন কর্মকর্তাসহ ডজনখানেক ব্যক্তিকে আসামি করে মামলাটি করে বাংলাদেশ ব্যাংক।
বার্তা কক্ষ, ২৩ মার্চ ২০২০
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur