আগামীর বাংলাদেশ বির্নিমানে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা মুক্তির সনদ : মোস্তফা খান সফরী

চাঁদপুর -৩ আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী বলেছেন, দেশ ও জনগণের স্বার্থে বিশ্বে একমাত্র আপোষহীন নেত্রী, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং আগামীর রাষ্ট্র নায়ক তারেক রহমানের নেতৃত্বে আমরা দীর্ঘ ১৭ বছর লড়াই সংগ্রাম করেছি, গনতন্ত্র পুনঃ উদ্ধার ও আমরা আমাদের অধিকার প্রতিষ্ঠার জন্য। এ লড়াই সংগ্রাম করতে গিয়ে আমরা আমাদের অনেক ভাই কে চিরতরে হারিয়েছি, অনেক সহযোদ্ধারা পঙ্গুত্ব বরণ করে ধুঁকে ধুঁকে জীবন সংগ্রাম অতিবাহিত করছে। কিন্তু আমরা আমাদের অনেক ক্ষয় ক্ষতির সম্মুখীন হয়েছি, মিথ্যা মামলা ও হামলার শিকার হয়েছি, কিন্তু দেশ ও জনগণের স্বার্থে একবিন্দু ও পিছ পা হইনি। বরং আন্দোলনের মধ্য দিয়ে বিজয়ী হয়েছি, ভোটাধিকার ফিরে পেয়েছি, স্বাধীন মতামত ব্যক্ত করতে পরছি। সেই ধারাবাহিকতায় আগামী বছর জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কে কেন্দ্র করে এবং আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফা ঘোষণা করেছেন। এই ৩১ দফা হচ্ছে আগামীর নতুন বাংলাদেশ বির্নিমানের মুক্তির সনদ। ইনশাআল্লাহ আপনাদের রায়ে আগামীতে বিএনপি সরকার গঠন করলে ঘোষিত ৩১ দফা আমরা অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করবো।

তিনি স্হানীয় জনগণের উদ্দেশ্যে বলেন, আমাদের দলের ঘোষিত ৩১ দফায় কী কী রয়েছে, তাতে আপনাদের স্বার্থে কী কী বলা রয়েছে, তা আপনারা জানার জন্য আমরা লিফলেট আকারে আপনাদের কাছে নিয়ে এসেছি, আপনারা তা পড়ে দেখবেন। তিনি স্হানীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, আমাদের নেতা তারেক রহমানের ঘোষিত ৩১ দফা তৃণমূল পর্যায়ের জনগণের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের। তাই সকল মান অভিমান ভুলে গিয়ে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির নেতৃত্বে আগামীর সরকার গঠনে দলের পক্ষে তৃণমূলে কাজ করার আহবান জানান।

চাঁদপুর -৩ আসনে বিএনপির সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোস্তফা খান সফরী শুক্রবার (২৭ ডিসেম্বর) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট বাজার, মতলব রোড, বাবুরহাট কলেজ রোড এলাকায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ৩১ দফার লিফলেট বিতরণ পূর্বে দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে উপরোক্ত কথা গুলো বলেন।

চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহাদাত খানের পরিচালনায় স্হানীয় বাবুরহাট বাজার ব্যবসায়ীসহ বাজারের বিভিন্ন সড়কের ব্যবসায়ী ও সাধারণ জনগণের মাঝে এ লিফলেট বিতরণকালে এ সময় উপস্থিত ছিলেন, চাঁদপুর সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোঃ হযরত আলী, বিএনপি নেতা অ্যাডঃ এ এইচ এম আশ্রাফুল ইসলাম,চাঁদপুর পৌর যুবদলের সাবেক আহবায়ক হুমায়ূন কবির,আশিকাটি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান দেলোয়ার হোসেন মাস্টার, জেলা যুব দলের যুগ্ম সাধারণ সম্পাদক কামাল পাটোয়ারী, জেলা যুব দলের জনশক্তি ও কর্মসংস্থান বিষয়ক সম্পাদক মোঃ আবু আহমেদ,সাবেক ছাত্রনেতা বশির পারভেজ,সদর উপজেলা বিএনপি নেতা কাজী রফিকুল ইসলাম পলাশ , জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক কামরুজ্জামান হাছানাত, চাঁদপুর সদর উপজেলা যুবদলের সাবেক যুগ্ম আহবায়ক আকাশ খান জিতু, ১৪ নং ওয়ার্ড বিএনপির সহ সভাপতি মাসুদুর রহমান পালোয়ান জেলা ছাত্রদল নেতা সুকুমার রায় রাসেল আহমেদ জনিসহ বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীবৃন্দ।

এরপূবে তিনি চাঁদপুর সদর উপজেলার কল্যাণপুর ইউনিয়নের নিজ বাড়িতে জেলা বিএনপি অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের সাথে মতবিনিময় করেন।

স্টাফ রিপোর্টার, ২৭ ডিসেম্বর ২০২৪

Share