খেলাধুলা

বাংলাদেশ বলেই সাকিবের এত কম দাম!

দুই কোটিতে বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানকে কিনে নিয়েছে সানরাইজার্স হায়দরাবাদ। কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) রিটেন করার সুযোগ থাকলেও তারা সেটি করেনি। সাকিবের ভিত্তিমূল্য ছিল ১ কোটি ভারতীয় রুপি। ধারণা করা হচ্ছিল, এবার বাংলাদেশি অলরাউন্ডার আগের সব রেকর্ড ভেঙে দেবেন। কিন্তু বিস্ময়কর হলেও সত্যি সাকিবের মূল্য ২ কোটি রুপির বেশি ওঠেনি। যেটি সবাইকে অবাক করেছে।

স্বাভাবিকভাবেই আইপিএল নিলামকে ঘিরে বাংলাদেশিদের প্রশ্ন সাকিব বাংলাদেশের বলেই এত কম দাম পেয়েছেন! সাকিবের চেয়ে কী উন্নতমানের অলরাউন্ডার বেন স্টোকস? তাছাড়া ভারতীয় পিচে স্পিনারদের কদর বরাবরই বেশি। তারপরও সাকিব ২ কোটির ওপরে উঠতে পারলেন না। আর স্টোকসকে রাজস্থান রয়্যালস কিনে নিয়েছে সাড়ে ১২ কোটি রুপিতে।

এমন উদাহরণ আরও আছে। গ্লেন ম্যাক্সওয়েল ব্যাট হাতে ঝড় তুলতে জানলেও বল হাতে অতটা কার্যকর নয়। সাকিব সেখানে দুই জায়গাতেই সমান। ম্যাক্সওয়েল দাম পেলেন আকাশ ছোঁয়া। তাঁকে ৯ কোটি রুপিতে নিয়েছে দিল্লি ডেয়ারডেভিলস।

সানরাইজার্স হায়দরাবাদে গত দুই মৌসুম খেলেছেন বাংলাদেশের কাটা মাষ্টার খ্যাত মোস্তাফিজুর রহমান। এবার সেই দলে সুযোগ পেলেন সাকিব। তাই দলটির দিকেই বেশি সমর্থন থাকবে বাংলাদেশের। হায়দরাবাদের কোচ হিসেবে আছেন রংপুর রাইডার্সের কোচ টম মুডি। দলটির মেন্টরের ভুমিকায় আছেন ভি ভি এস লক্ষণ।

(সোনালীনিউজ)

নিউজ ডেস্ক
: আপডেট, বাংলাদেশ সময় ১২: ২৫ পি.এম, ২৭ জানুয়ারি ২০১৮,শনিবার
এএস

Share