বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটিতে সদস্য হলেন চাঁদপুরের সুকুমার রায়

চাঁদপুরের গর্ব, সমাজসেবক ও সাংগঠনিক ব্যক্তিত্ব সুকুমার রায়কে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে মনোনীত করা হয়েছে। তাঁর এ মনোনয়ন চাঁদপুরসহ সারাদেশের হিন্দু সম্প্রদায়ের জন্য এক গর্বের বিষয় হয়ে উঠেছে।

গত ৩ জুলাই বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট-এর কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কমিটিতে স্বাক্ষর করেন সংগঠনের চেয়ারম্যান বিজয় কান্তি সরকার এবং মহাসচিব এস এন তরুন দে।

ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন বর্ষীয়ান সংগঠক রমেশ দত্ত এবং সদস্য সচিব হিসেবে মনোনীত হয়েছেন অধ্যক্ষ এস সাহা আনন্দ। সেই কমিটিতে চাঁদপুরের কৃতি সন্তান সুকুমার রায়-কে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

সুকুমার রায় দীর্ঘদিন ধরে হিন্দু সম্প্রদায়ের কল্যাণে কাজ করে যাচ্ছেন। সাংস্কৃতিক, সামাজিক ও ধর্মীয় কর্মকাণ্ডে তাঁর অবদান ইতিমধ্যেই প্রশংসিত হয়েছে বিভিন্ন মহলে। তাঁর এই মনোনয়ন ধর্মীয় সম্প্রীতি ও সাম্প্রদায়িক ঐক্যের এক শক্তিশালী বার্তা হিসেবে বিবেচিত হচ্ছে।

এই গুরুত্বপূর্ণ জাতীয় কমিটিতে চাঁদপুর জেলার প্রতিনিধি হিসেবে সুকুমার রায়-এর অন্তর্ভুক্তি শুধু ব্যক্তিগত অর্জন নয়, এটি চাঁদপুরের জন্যও এক বিরাট সম্মান। দীর্ঘদিন ধরে তিনি ধর্মীয় ও সামাজিক অঙ্গনে নিরলসভাবে কাজ করে আসছেন। তাঁর নিষ্ঠা, সততা ও নেতৃত্বগুণই তাঁকে এ পর্যায়ে নিয়ে এসেছে।

তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তি চাঁদপুর জেলার মানুষের জন্য যেমন গর্বের, তেমনি নতুন প্রজন্মের জন্যও এক অনুপ্রেরণা।

চাঁদপুরের বিভিন্ন ধর্মীয় ও সামাজিক সংগঠনের পক্ষ থেকে তাঁকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

স্টাফ রিপোর্টার, ৮ জুলাই ২০২৫