খেলাধুলা

বাংলাদেশ নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি দল ঘোষণা

ক্রাইস্টচার্চে যখন বাংলাদেশ-নিউজল্যান্ডে ওয়ানডে চলছে তখন টি-টোয়েন্টি দল ঘোষণা করল কিউই ক্রিকেট বোর্ড। দলে অধিনায়ক কেন উইলিয়ামসনসহ ৬ অভিজ্ঞ ক্রিকেটারকে রাখা হয়নি। তাদের বিশ্রাম দেওয়ার উদ্দেশেই এমনটি করা হয়েছে।

কনুইয়ের চোটের জন্য বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজে খেলছেন না কেন উইলিয়ামসন। তিনি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের খেলার প্রস্তুতি নিচ্ছেন। তার আগে খানিকটা বিশ্রাম পাচ্ছেন, খেলতে হচ্ছে না টি-টোয়েন্টি। ব্ল্যাক ক্যাপস ক্যাপ্টেন ছাড়াও দলে রাখা হয়নি ট্রেন্ট বোল্ট, মিচেল স্যান্টনার, কাইল জ্যামিসন, জিমি নিশাম ও টিম সেইফার্টকে।

দেশের এই ছয় তারকা খেলোয়াড়কে বাইরে রেখেই বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি)। উইলিয়ামসন না থাকায় যার নেতৃত্বে রয়েছেন টিম সাউদি।

দলে রাখা হয়েছে গাপটিলের মতো অভিজ্ঞ খেলোয়ারদেরকে। দ্বিতীয় ওয়ানডেতে ৯২ করা কনওয়েও দলে রাখা হয়েছে।

এক নজরে নিউজিল্যান্ড দল: টিম সাউদি (ক্যাপ্টেন), ফিন অ্যালেন, টড অ্যাস্টল, হামিশ বেনেট, মার্ক চ্যাপমান, ডেভন কনওয়ে, লকি ফার্গুসন, মার্টিন গাপটিল, অ্যাডাম মিলনে, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, ইশ সোধি ও উইল ইয়ং।

বার্তাকক্ষ, ২৩ মার্চ ২০২১;

Share