ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে ২৯৭ জন রোহিঙ্গাকে উদ্ধার করেছে পুলিশ। প্রায় ছয় মাস কাঠের নৌকায় সাগরে ভাসার পর তাদের উদ্ধার করা হয়েছে।
আজ সোমবার তাদের উদ্ধারের পর জানা গেছে, প্রায় ছয় মাস আগে ‘বাংলাদেশ থেকে’ মালয়েশিয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন। কিন্তু কোনো দেশে ঢুকতে না পেরে কাঠের নৌকায় সাগরেই ভাসতে থাকেন তারা।
উদ্ধার হওয়া রোহিঙ্গাদের ভেতর ১৪ শিশুর পাশাপাশি ১৮১ জন নারীও রয়েছেন।
স্থানীয় পুলিশ জানিয়েছে, এক জেলে মাছ ধরার সময় উপকূল থেকে কয়েক কিলোমিটার দূরে রোহিঙ্গাদের দেখতে পান। পরে তাদের উজং ব্ল্যাং সৈকতে নিয়ে আসা হয়।
রেড ক্রসের প্রধান জুনাইদি ইয়াহিয়া জানিয়েছেন, তাদের সবাইকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে নেয়া হয়েছে।
১৩ বছর বয়সী একজন অসুস্থ হওয়ায় তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। সূত্র : রয়টার্স, বিবিসি ও এমবিএস নিউজ।
বার্তাকক্ষ,০৭ সেপ্টেম্বর ২০২০;
কে. এইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur