রাজনীতি

অর্থমন্ত্রী কী জ্যোতিষী?

বুধবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানিয়েছিলেন, আগামী ২০ দিনের মধ্যেই নির্বাচনকালীন সরকার গঠন হতে যাচ্ছে। আর নির্বাচনের সম্ভাব্য তারিখ ২৭ ডিসেম্বর।

তিনি এ-ও জানিয়েছেন, ছোট মন্ত্রিসভায় সংসদে প্রতিনিধিত্বশীল দলগুলোর প্রতিনিধি থাকবে। অর্থাৎ বিএনপির সুযোগ থাকছে না।

তবে অর্থমন্ত্রীর এমন বক্তব্য নাকচ করে তার বক্তব্যের সমালোচনা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।

নুরুল হুদা বলেন, নির্বাচনের তারিখ নিয়ে আমরা কথা বলিনি। আমাদের সাথে কোন আলোচনাও হয়নি। মন্ত্রী ভুল বলেছেন। নির্বাচনের তারিখ নিয়ে কথা বলে মন্ত্রী ঠিক করেননি।

এদিকে বৃহস্পতিবার নির্বাচনকালীন সরকার কবে গঠন হতে পারে এমন প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, এসব বিষয়ে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে। গত বুধবার আমি আমার মতামত দিয়েছিলাম মাত্র। একজন নাগরিক হিসেবে সাজেস্ট করেছি মাত্র।

আগের দিন অর্থমন্ত্রী বলেন, আগামী ২০ দিনের মধ্যে নির্বাচনকালীন সরকার গঠন হতে যাচ্ছে। আর ভোট ২৭ ডিসেম্বর হতে পারে বলে তিনি শুনেছেন।

তবে নির্বাচন কমিশন ভোটের তারিখ এখনও জানায়নি আর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন কবে হবে আর নির্বাচনকালীন সরকার কবে গঠন হবে, সেটি মন্ত্রীর বলার বিষয় না, তা ঠিক করবেন প্রধানমন্ত্রী।

এদিকে জোরেশোরে নির্বাচনী প্রস্তুতি শুরু করেছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। নির্বাচনকালীন সরকার গঠন, প্রার্থী তালিকা চূড়ান্ত করা, নির্বাচনী ইশতেহার তৈরি-এই তিনেই সব মনোযোগ দলটির। অক্টোবরের মধ্যেই এসব প্রক্রিয়া শেষ করতে চায় তারা। এ জন্য অক্টোবর পর্যন্ত নীতিনির্ধারণী পর্যায়ে একগুচ্ছ কর্মসূচি সামনে নিয়ে এগোচ্ছে সরকারি দল। (গো নিউজ)

বার্তা কক্ষ

Share