বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। শনিবার দুপুরে (১৬ আগষ্ট) কচুয়ার আকানিয়া বাইপাস সংলগ্ন রসূলপুর কেন্দ্রীয় জামে মসজিদে এ কমিটি গঠন করা হয়েছে। এ উপলক্ষে আয়োজিত বিশেষ সাধারন সভায় কচুয়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ শহীদ উল্যাহ বিকম এর সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ছারছীনা দরবার শরীফের পীর সাহেব কেবলার সফর সঙ্গী ও কেন্দ্রীয় মোবাল্লিক হযরত মাও: হেমায়েত বিন তৈয়ব।
উক্ত সাধারন সভায় বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার বিভিন্ন নেতৃবৃন্দের উপস্থিতিতে কচুয়ার ঐতিহ্যবাহী কাদলা ফাজিল ডিগ্রী মাদ্রাসার অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক আবু তাহের মুহাম্মদ আবদুল কাহের মজুমদার কে সভাপতি, সাচার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক মাষ্টার মোঃ মোশারফ হোসেনকে সাধারন সম্পাদক ও বিতারা ইউনিয়ন কাজী, মাও: কাজী মোঃ শফিকুর রহমান সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়।
এদিকে বাংলাদেশ জমইয়াতে হিজবুল্লাহ চাঁদপুরের কচুয়া উপজেলা শাখার নতুন কমিটি গঠন করায় নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়েছেন বিভিন্ন শ্রেনি পেশার মানুষ।
প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু, ১৭ আগস্ট ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur