বৈষম্যহীন এবং ইনসাফ ভিত্তিক রাষ্ট্র বির্নিমানে সদা সচেষ্ট। এ শ্লোগানকে ধারন করে বাংলাদেশ জনকল্যান পার্টি (বাজপা),র চাঁদপুর জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ এপ্রিল সোমবার দুপুরে চাঁদপুর শহরের রসুইঘর চাইনিজ এন্ড রেষ্টুরেন্টে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ জনকল্যান পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এড. ওবায়দুল হক পীরজাদা।
প্রধান বক্তার বক্তব্য রাখেন, বাংলাদেশ জনকল্যান পার্টির মহাসচিব কৃষিবিদ হাফিজ আনোয়ারুল বাশার।
এছাড়াও অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন, বাংলাদেশ জনকল্যান পার্টি চাঁদপুর জেলা কমিটির সভাপতি হারুনুর রশিদ সেলিম, সাধারণ সম্পাদক বশির আহমেদ পাটওয়ারী, সহ-সভাপতি নওশাদ আহমেদ আখন্দ, মোঃ মনোয়ার জাহান হীরা, সাংগঠনিক সম্পাদক মাওলানা নঈমুল হক।
এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জনকল্যাণ পার্টি চাঁদপুর জেলা নব গঠিত কমিটির প্রচার সম্পাদক শাহাবুদ্দিন শিপন পাটোয়ারী, সদস্য মাওলানা শামসুল আরেফিনসহ অন্যান্য সদস্যবৃন্দ।
বাংলাদেশ জনকল্যান পার্টির প্রতিষ্ঠাতা সভাপতি এড. ওবায়দুল হক পীরজাদা তার বক্তব্যে বলেন, আমি দীর্ঘ সময় বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলাম। এক পর্যায়ে আমি চিন্তা করি যে আমি নিজেই একটি দল করবো এবং নিজের কথা গুলো মানুষকে বলবো। সেই চিন্তা থেকেই আমি বাংলাদেশ জনকল্যাণ পার্টি (বাজপা)’র প্রতিষ্ঠা করি। আমাদের লক্ষ হলো মানুষকে সেবা প্রদান করা। আমি ২০০৯ সালে একটি চারা গাছ রোপণ করেছি আশা করছি এটিকে আপনারা হৃষ্টপুষ্ট করে অনেক বড় করে তুলবেন। জনকল্যাণ পার্টিকে এগিয়ে নেওয়ার জন্য কাজ করবেন।
স্টাফ রিপোর্টার,১৫ এপ্রিল ২০২৫
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur