চাঁদপুর

’সুষ্ঠু নির্বাচন হলে আ’লীগ নিজেরাই নিজেদেরকে ভোট দিবে না’

কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশের ন্যায় চাঁদপুরে মানববন্ধন কর্মসূচি পালন করতে পারেনি জেলা বিএনপি নেতৃবৃন্দ।

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে রায়ের প্রতিবাদে বুধবার (৩১ অক্টোবর) সকালে দলীয় কার্যালয়ের সামনে নেতৃবৃন্দ মানববন্ধনের প্রস্তুতি নিলে পুলিশ বাধা দেয়।

পরে জেলা বিএনপি নেতৃবৃন্দ মানববন্ধন করতে না পেরে দলীয় কার্যালয়ে মিলিত হয়।

সেখানে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এড. সেলিম উল্ল্যাহ সেলিম এর সভাপতিত্বে ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মুনির চৌধুরীর পরিচালনায় বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও সদর উপজেলা বিএনপির সভাপতি দেওয়ান শফিকুজ্জামান, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, জেলা যুবদলের সাধারণ সম্পাদক সাবেক আফজাল হোসেন, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক ফয়সাল গাজী বাহার, জেলা স্বেচ্ছাসেবক দলের হযরত আলী ঢালী, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ভূঁইয়া, জেলা কৃষকদলের সভাপতি এনায়েত উল্ল্যাহ খোকন, জেলা ছাত্রদলের সভাপতি ইমান হোসেন গাজী। এ সময় জেলা বিএনপি ও অংঙ্গ সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় বক্তারা বলেন, জনগণের মন থেকে জিয়া পরিবারকে সরাতে একের পর এক মিথ্যা মামলার রায় দিচ্ছে সরকার। আবার রায়ের পর আরেক নাটক সাজাচ্ছে। সুষ্ঠু নির্বাচন হলে আওয়ামী লীগ নিজেরাই নিজেদের ভোট দিবে না। পুলিশ বাহিনীর সাথে জোট করে বিএনপিকে দাবানো যাবে না। বিএনপি কৌশল পরিবর্তন করলে পুলিশ দিশেহারা হয়ে যাবে। জনগণের জানমাল নিয়ে কাউকে নোংরা রাজনীতির সুযোগ বিএনপি আর দিবে না। শেখ ফরিদ আহমেদ মানিকের নেতৃত্বে চাঁদপুরের বিএনপি ঐক্যবদ্ধ আছে ও আগামিতে থাকবে।

স্টাফ করেসপন্ডেন্ট,
৩১ অক্টোবর, ২০১৮

Share