বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলা নেতৃবৃন্দের সাথে শিক্ষামন্ত্রীর মতবিনিময়

যে কোন শিক্ষা প্রতিষ্ঠানই হোক তা যেন যথাযথ হয়। সেই লক্ষে সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। যদি কিন্ডারগার্টেন স্কুলগুলো শিক্ষা ব্যবস্থায় ভালো ভূমিকা রাখে তাহলে সরকার আরও বাজেট বাড়াবে যাতে এই সেক্টরটি আরও ভালো করতে পারে। আপনারা কি পড়াচ্ছেন, কিভাবে শিক্ষক নিয়োগ দিচ্ছেন, বেতন কাঠামো কি তা জানার প্রয়োজন রয়েছে। জাতীয় পাঠ্যক্রমের বাইরে যেসহ বই পড়ানো হচ্ছে তা আমাকে দিবেন। আমি সেগুলো দেখবো তা শিশুদের জন্য কতটা প্রয়োজনীয়।

শিক্ষামন্ত্রী বলেন, দেশের কিন্ডারগার্টেন স্কুলের অনুমোদনের জন্য নীতিমালা তৈরী করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। যেহেতু আমি শিক্ষামন্ত্রী সেই হিসেবে আমি তাদের সাথে বসবো এবং তাদের সাথে পরামর্শ করে আপনাদের যৌক্তিক দাবিগুলো নিয়ে কথা বলবো।’
২৯ জুলাই শনিবার শিক্ষামন্ত্রীর চাঁদপুরস্থ বাস ভবনের অডিটরিয়ামে বাংলাদেশ কিন্ডারগার্টেন এসোসিয়েশন চাঁদপুর জেলার নেতৃবৃন্দের সাথে মতবিনিময়কালে বাংলাদেশ সরকারের শিক্ষামন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি এমপি এসব কথা বলেন।

এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ওমর ফারুকের সভাপত্বি এবং চাঁদপুর সদর উপজেলা সাধারণ সম্পাদক মৃনাল কান্তি দাসের সঞ্চালনায় বিশেষ অতিথির হিসেবে বক্তব্য রাখেন চাঁদপুর পৌর মেয়র মো. জিল্লুর রহমান জুয়েল। লিখিত বক্তব্য পাঠ করেন এসোসিয়েশনের জেলা সহ সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসুফী।
শুভেচ্ছা বক্তব্য রাখেন এসোসিয়েশনের চাঁদপুর জেলা সাধারণ সম্পাদক এসবি সবুজ ভদ্র, জেলা সহ সভাপতি ফারুক আহমেদ বাদল, চাঁদপুর সদর উপজেলা সভাপতি লায়ন গোলাম হোসেন টিটু, সদর উপজেলা সহ সভাপতি কবিতা সাহা, রোটারিয়ান মাহমুদা খানম, ফরিদগঞ্জ উপজেলা সভাপতি রেজাউল করিম মাসুদ, হাজীগঞ্জ উপজেলা সভাপতি, আক্তার হোসেন, হাইমচর উপজেলা সভাপতি তাজুল ইসলাম, হাসান আহমেদ উপদেষ্টা শাহরাস্তি উপজেলা, মদলব দক্ষিণ উপজেলা সহ সভপতি শাহজাহান সাগর ও খাজা জুবায়ের আহম্মেদ চাঁদপুর সদর উপজেলা শাখা।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ¦ তাফাজ্জল হোসেন এসডু পাটওয়ারী, এসোসিয়েশনের চাঁদপুর জেলা সহ সভাপতি মো. মফিজুল ইসলাম, কচুয়া উপজেলা সভাপতি মানিক ভৌমিক, হাজীগঞ্জ উপজেলা সাংগঠনিক সম্পাদক এনায়েত মজুমদার, ফরিদগঞ্জ উপজেলা সাধারণ সম্পাদক মাওলানা জাকির হোসেন মজুমদার, হাইমচর উপজেলা সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমান, মতলব দক্ষিণ উপজেলা সহ সভাপতি আব্দুর রব, মতলব দক্ষিন শিক্ষা ও প্রতিষ্ঠান বিষয়ক সম্পাদক মো. আশরাফুল জাহান শাহলিন, চাঁদপুর সদর উপজেলা কোষাধক্ষ কাউছার আহমেদ, কচুয়া উপজেলা সাধারণ সম্পাদক মো. আমির হোাসেন, চাঁদপুর সদর উপজেলা যুগ্ম সাংগঠনিক সম্পাদক আবুল কালাম আজাদ, চাঁদপুর কালেকটরেট স্কুলের শিক্ষক মো. অলিউল্যাহ প্রমূখ। এছাড়া চাঁদপুর সদর উপজেলার বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক ও বিভিন্ন পর্যায়ের ৩ শতাধিক শিক্ষক উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানের শুরুতে কুরআন তিলাওয়াত করেন মাওলানা খাজা জুবায়ের আহমেদ, গীতা পাঠ করেন চাঁদপুর সদর উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক শতাব্দি আচার্য, বাইবেল থেকে পাঠ করেন চাঁদপুর সদর উপজেলা শাখার সহ সভাপতি ও চাঁদপুর খ্রিস্টিয়ান মিশন স্তুলের প্রধান শিক্ষক সীমা গাইন।
অনুষ্ঠানে প্রধান অতিথি এবং বিশেষ অতিথিকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি ও সাধারণ সম্পাদকসহ জেলার নেতৃবৃন্দ এবং চাঁদপুর সদর উপজেলা শাখার সভাপতি লায়ন গোলাম হোসেন টিটুসহ সদর উপজেলার নেতৃবৃন্দ।

উল্লেখ্য শিক্ষামন্ত্রীর ২ দিনের সফরের অনুষ্ঠান সুচীতে এসোসিয়েশন নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভা করায় এসোসিয়েশনের নেতৃবৃন্দ প্রধান অতিথিকে ধন্যবাদ জানান। এ সময় শিক্ষামন্ত্রী আগামী ২-৩ মাসের মধ্যে আবারও বৈঠক করার ইচ্ছা প্রকাশ করেন। তিনি কিন্ডারগার্টেন স্কুলের সমস্যা এবং আরও ভালো কিভাবে করা যায় তা নিয়ে সরকারের সংশ্লিষ্ট দপ্তরের সাথে মতবিনিময় করবেন বলেনও উল্লেখ করেন।
সভায় লিখিত বক্তব্যে এসোসিয়েশনের চাঁদপুর জেলা সভাপতি আল্লামা মাহফুজ উল্যাহ খান ইউসুফী এসোসিয়েশনের কার্যক্রম পরিচালনার জন্য একটি নিজস্ব অফিস প্রদান, কিন্ডারগার্টেন স্কুল নিবন্ধন নীতিমালা আরও সহজ করা, নিবন্ধন ফি কমানো, বেসরকারি প্রাথমিক বিদ্যালয় (কিন্ডারগার্টেন স্কুল) এর জন্য পৃথক দপত্তর চালু করাসহ বিভিন্ন দাবী তুলে ধরেন।

স্টাফ করেসপন্ডেট, ৩০ জুলাই ২০২৩

Share