ওয়ানডে ক্রিকেটে অধিনায়কত্ব ছাড়লেন তামিম ইকবাল। আজ বৃহস্পতিবার সন্ধ্যায় বিসিবি সভাপতির বাসায় সংবাদ সম্মেলনে এ ঘোষণা দিয়েছেন তিনি।
পিঠের ইনজুরির চিকিৎসা করিয়ে দেশে ফিরে আসার পর থেকেই গুঞ্জন, তামিমের সঙ্গে বৈঠকে বসছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারা। গত দুদিন এ নিয়ে গুঞ্জন থাকলেও আজ সত্যি সত্যি বৈঠকে বসেছেন তারা।
তবে তামিম ও পাপনের ওই বৈঠক হয়েছে কঠোর গোপনীয়তার সঙ্গে। সারাদিনে মিডিয়াকর্মীরা এ বিষয়ে কিছু জানতে পারেননি। বিকেলের দিকে ঘোষণা আসে, বিসিবি সভাপতির গুলশানের বাসায় সংবাদ সম্মেলন হবে, সেটি রাত ৮টায়।
সেই সংবাদ সম্মেলনে ওয়ানডের নেতৃত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন তামিম। এছাড়া ইনজুরির কারণে এশিয়া কাপে খেলবেন না তিনি।
প্রসঙ্গত, আফগানিস্তানের বিপক্ষে সর্বশেষ সিরিজ চলাকালীন হঠাৎ অবসর নিয়েছিলেন তামিম। তবে পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে অবসর ভেঙে ফেরার সিদ্ধান্ত নেন দেশসেরা ওপেনার।
টাইমস ডেস্ক/ ৩ আগস্ট ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur