Home / উপজেলা সংবাদ / চাঁদপুর সদর / বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ
Osman ghoni patwary

বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ

চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ ওচমান গনি পাটওয়ারী বলেছেন, বাংলাদেশ এমন একটি দেশ যেখানে সব ধর্মের মানুষ নিরাপদ। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান একযোগে এখানে বসবাস করে।

রোববার (১৯ নভেম্বর) বিকেলে চাঁদপুর সদর উপজেলার আশিকাটি ইউনিয়নের নমপাড়ায় ৪ দিনব্যাপি লোকনাথ উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাম্প্রদায়িক সম্প্রীতি বাঙালির হাজার বছরের ঐতিহ্যের অন্যতম নিদর্শন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে অসাম্প্রদায়িক বাংলাদেশের স্বপ্ন দেখেছিলেন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সেই স্বপ্ন আজ বাস্তব হয়েছে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উৎসবের আয়োজক নয়ন চন্দ্র দাস। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে শত শত হিন্দু ধর্মাবলম্বী যোগ দিয়েছে। এতে দেশের বিভিন্ন স্থান থেকে আগত দল কীর্তন পরিবেশন করছে।

আলহাজ ওচমান গনি পাটওয়ারী অনুষ্ঠানস্থলে পৌঁছলে তাকে ফুলেল শুভেচ্ছায় বরণ করেন আয়োজক কমিটির নেতৃবৃন্দ। বক্তব্য প্রদানের পাশাপাশি প্রধান অতিথি পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। নমপাড়া লোকনাথ মন্দিরের উন্নয়নে জেলা পরিষদের পক্ষ থেকে সহযোগিতার আশ^াস দিয়েছেন তিনি।

করেসপন্ডেন্ট
: পডেট, বাংলাদেশ ১১ : ৫৯ পিএম, ১৯ নভেম্বর, ২০১৭ রোববার
ডিএইচ

Leave a Reply