Home / উপজেলা সংবাদ / মতলব উত্তর / বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে: মায়া চৌধুরী এমপি
উন্নয়নের

বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে: মায়া চৌধুরী এমপি

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার মোহনপুর আলী ভিলা মিলনায়তনে আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতাকর্মীদের সাথে মতবিনিময় করেছেন চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম।

বৃহস্পতিবার ২১ মার্চ বিকেলে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

চাঁদপুর -২ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য সাবেক মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলেছেন,শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল। বিএনপি বলেছিলো নির্বাচনে জনগণ ভোট দিতে আসবে না। তাদের কথা গত ৭ জানুয়ারির নির্বাচনে মিথ্যায় পরিণত করেছে জনগণ। জনগণ ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিয়েছে। ইনশাল্লাহ আগামী ৫ বছর এই সরকার দায়িত্ব পালন করে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে নিয়ে যাবে। জাতির জনক বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল হিসেবে দাঁড়িয়েছে।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বীর বিক্রম বলছেন, মানুষ এখন আন্দোলনে নয়, উন্নয়নের দিকে মনযোগী হচ্ছেন। আপনারা নির্বাচনে মানুষের স্বতস্ফুর্ততা দেখেছেন। মানুষের অংশ গ্রহণ দেখেছেন। আমার মনে হয় মানুষ এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে উন্নয়ন কাজগুলো করছেন সেদিকে নজর দিচ্ছেন। বিএনপির জ্বালাও পোড়াও আর মানুষ হত্যার রাজনীতির কারণে বিএনপি আজকে জনগণ থেকে বিচ্ছিন্ন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শিল্প ও বানিজ্য বিষয়ক উপকমিটির সদস্য এফবিসিসিআই এর ভাইস প্রেসিডেন্ট রাশেদুল হোসেন চৌধুরী রনি, বাংলাদেশ আওয়ামী আইন বিষয়ক উপকমিটির সদস্য আশফাক চৌধুরী মাহি, মতলব উত্তর থানার ওসি মোহাম্মদ শহীদ হোসেন, মতলব উত্তর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোহাম্মদ মানিক দর্জি, জহিরাবাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ গাজী মুক্তার হোসেন, ছেংগারচর পৌরসভার মেয়র আলহাজ্ব আরিফ উল্লাহ সরকার, কলাকান্দা ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আঃ সোবহান সরকার সুভা, ষাটনল ইউনিয়ন পরিষদ এর সাবেক চেয়ারম্যান একেএম শরীফ উল্লাহ সরকার, জহিরাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান মোঃ সেলিম গাজী, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ কাজী শরীফ হোসেন, উপজেলা যুবলীগের সদস্য হাসান মোরশেদ আহার চৌধুরী, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য রিয়াজুল হাসান রিয়াজ, ছেংগারচর পৌর যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জাকির খান, ছেংগারচর পৌরসভার সাবেক প্যানেল মেয়র আলহাজ্ব রুহুল আমিন মোল্লা, সুলতানাবাদ ইউনিয়ন পরিষদ এর চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন, আওয়ামী লীগের উপকমিটির সদস্য আহসান উল্লাহ হাসান, শাহ আলম সিদ্দিকী, মোহনপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আব্দুল হাই প্রধান, উপজেলা আওয়ামী লীগের সদস্য রাদেশ্যাম সাহা চান্দু, ছেংগারচর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আতাউর রহমান ঢালী, সাদুল্যাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ মিয়া, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মোঃ খোকন প্রধান, যুবলীগ নেতা রিপন চৌধুরী, ছেংগারচর পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি রফিকুল ইসলাম রিপন, উপজেলা মৎস্য জীবিলীগের সভাপতি নাইমুল হাসান লাভলু, উপজেলা ছাত্র লীগের সাবেক যুগ্ম আহবায়ক তামজিদ সরকার রিয়াদ, এসএম নোমান দেওয়ান, মোঃ খোরশেদ আলম, জেলা ছাত্র লীগের সহ-সভাপতি ফখরুল ইসলাম রনি, মেহেদী হাসান কাজল, ছেংগারচর পৌর আওয়ামী লীগ নেতা মোঃ মোসলেম দেওয়ান, উপজেলা ছাত্র লীগের ১ নাম্বার সদস্য সদরুল আমিন প্রমুখ।

নিজস্ব প্রতিবেদক, ২১ মার্চ ২০২৪