Home / উপজেলা সংবাদ / কচুয়া / বাংলাদেশ অসাম্প্রাদায়িক শক্তির মডেল: ড. সেলিম মাহমুদ এমপি
অসাম্প্রাদায়িক

বাংলাদেশ অসাম্প্রাদায়িক শক্তির মডেল: ড. সেলিম মাহমুদ এমপি

ভারতীয় উপমহাদেশের হিন্দু সম্প্রদায়ের অন্যতম দ্বিতীয় বৃহত্তম চাঁদপুরের কচুয়ার সাচার ঐতিহ্যবাহী জগন্নাথ ধাম পূজা ও সাংস্কৃতিক সংঘের ১৫৭তম রথ উৎসবের উল্টো রথযাত্রা হাজারো ভক্তবৃন্দের উপস্থিতিতে সম্পন্ন হয়েছে।

এ উপলক্ষে রবিবার বিকেলে সাচার জগন্নাথ ধাম ও সাংস্কৃতিক সংঘের সভাপতি বটু কৃষ্ণ বসুর সভাপতিত্বে ও সাধারন সম্পাদক বাসুদেব সাহা’র পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, চাঁদপুর-১ কচুয়া আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামীলীগের তথ্য ও গবেষনা সম্পাদক ড. সেলিম মাহমুদ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বাংলাদেশ অসাম্প্রাদায়িক শক্তির মডেল। ধর্ম যার যার উৎসব সবার। বাংলাদেশে সব ধর্মের লোকজন নিজের মাতৃভূমি হিসেবে তাদের ধমীর্য় অনুষ্ঠান পালন করে। সাচারের রথ যাত্রা সনাতন ধর্মাবলম্বীদের একার উৎসব নয়। এ রথযাত্রা অনুষ্ঠানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের স্বতস্ফূর্তভাবে অংশগ্রহনের মধ্য দিয়ে এটাই প্রমানিত হয়েছে। তিনি রবিবার বিকেলে কচুয়ার সাচারের ১৫৭তম রথযাত্রা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মো. মাহবুব আলম, উপজেলা নির্বাহী অফিসার এহসান মুরাদ, সহকারি কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, কচুয়া থানার ওসি মোহাম্মদ মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান মনির হোসেন, হাবিব মজুমদার জয়, রথ উদযাপন কমিটির সভাপতি শুকদেব গোস্বামী, সাধারণ সম্পাদক প্রদীপ কুমার গোপ, অর্থ সম্পাদক রনজীত সাহা, সাচার ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মিন্নত আলী তালুকদার, প্রমূখ।

প্রতিবেদক: জিসান আহমেদ নান্নু,১৪ জুলাই ২০২৪