চাঁদপুরে ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন অনুষ্ঠানে জেলা প্রশাসক :
চাঁদপুরে ৪ দিনব্যাপী ডিজিটাল উদ্ভাবনী মেলার অনুষ্ঠানিক উদ্বোধন আজ সোমবার ( ১৫ ফেব্রুয়ারি) সকালে চাঁদপুর স্টেডিয়াম প্যাভিলিয়নে অনুষ্ঠিত হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চাঁদপুরের জেলা প্রশাসাক মোহাম্মদ আব্দুস সবুর মন্ডল বলেন, বর্তমান সরকারের আমলে তথ্য-প্রযুক্তির ব্যাপক উন্নতি হয়েছে। এটা সম্ভব হয়েছে সরকারের যুগ-উপযোগী সিদ্ধান্তের কারণে। প্রধানমন্ত্রী তার নির্বাচনী ইশতেহারে ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি দিয়েছেন, আমরা তার সুফল পাচ্ছি।
তিনি আরো বলেন, বাংলাদেশের ১৬ কোটি মানুষের মধ্যে ১ কোটি মানুষ মোবাইল ফোন এবং সাড়ে ৪ কোটি লোক ইন্টারনেট ব্যবহার করে।
অতিরিক্ত জেলা প্রশাসক মুহাম্মদ লুৎফর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার শামছুন্নাহার।
জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার আবু সালেহ মোহাম্মদ আব্দুল্লাহার পরিচালনায় বক্তব্য রাখেন চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ ড. এএসএম দেলওয়ার হোসেন, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর এএ মতিন মিয়া, প্রেসক্লাব সভাপতি বিএম হান্নান, সাধারণ সম্পাদক সোহেল রুশদী, চাঁদপুর চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি সুভাষ চন্দ্র রায় প্রমুখ।
বিশেষ অতিথির বক্তব্যে চাঁদপুরের পুলিশ সুপার বলেন, বর্তমান সময়ে তথ্য-প্রযুক্তি ছাড়া জীবন অসম্ভব হয়ে পড়েছে। একজন মানুষের যে কোনো কাজের ক্ষেত্রেই প্রযুক্তির সুবিধা নিতে হচ্ছে।
তিনি বলেন, প্রযুক্তির কারণে আজ যে কোনো অপরাধীকেই সহজে চিহ্নিত করা যাচ্ছে। এখন আর কেউ অপরাধ করে পার পাচ্ছে না।
আশিক বিন রহিম, চীফ করেসপন্ডেন্ট
|| আপডেট: ১১:০৩ অপরাহ্ন, ১৫ ফেব্রুয়ারি ২০১৬, সোমবার
এমআরআর
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur