পূর্ণগ্রাস সূর্যগ্রহণ ঘটবে বুধবার। গ্রহণযুক্ত অবস্থায় বাংলাদেশে সূর্যোদয় হবে। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
এতে জানানো হয়, বুধবার বাংলাদেশ মান সময় সকাল ৫টা ১৯ মিনিট ২৪ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে সকাল ১০টা ৩৪ মিনিট ৫৪ সেকেন্ডে শেষ হবে। কেন্দ্রীয় গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৬টা ১৬ মিনিট ৪২ সেকেন্ডে শুরু হয়ে সকাল ৯টা ৩৭ মিনিট ৩৬ সেকেন্ডে শেষ হবে।
এতে আরো জানানো হয়, সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় সকাল ৭টা ৫৭ মিনিট ৬ সেকেন্ডে ঘটবে। গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৪ ও এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড। ঐ দিন গ্রহণযুক্ত অবস্থায় তা সর্বোচ্চ ৪৫ মিনিট স্থায়ী হবে।
ইন্দোনেশিয়ার জাভা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে বুধবার স্থানীয় মান সময় সকাল ৬টা ৮ মিনিট ৯ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় বিকেল ৩টা ৮ মিনিট ১৪ সেকেন্ডে শেষ হবে।
এছাড়া ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপের পশ্চিম দিকে ভারত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ৬টা ৯ মিনিট ৪৯ সেকেন্ডে কেন্দ্রীয় গ্রহণ শুরু হয়ে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের স্যান লুইস শহরের দক্ষিণ-পশ্চিম দিকে উত্তর প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় দুপুর ১টা ১৫ মিনিট ৫০ সেকেন্ডে শেষ হবে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, যুক্তরাষ্ট্রের গুয়াম দ্বীপের দক্ষিণ-পূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে স্থানীয় মান সময় সকাল ১১টা ৫২ মিনিট ১২ সেকেন্ডে সর্বোচ্চ গ্রহণ ঘটবে। শুধুমাত্র এ স্থানেই পূর্ণ গ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ১.০৪৪ ও এর স্থায়িত্ব হবে ৪ মিনিট ১৪.১ সেকেন্ড।
নিউজ ডেস্ক : আপডেট ৩:২৬ পিএম, ৮ মার্চ ২০১৬, মঙ্গলবার
ডিএইচ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur