চাঁদপুর

তথ্যপ্রযুক্তির উন্নতি হওয়ার কারণে অনেক কাজ এখন সহজ হয়েছে

‎Thursday, ‎May ‎14, ‎2015  10:30:28 PM

শরীফুল ইসলাম :

মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ে শুল্ক, আবগারী ও মূসক বিভাগ চাঁদপুর জেলা শাখার উদ্যোগে করদাতাদের সাথে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমী ভবনে আয়োজিত সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি এমপি।

শুল্ক, আবগারী ও মূসক কমিশনারেট কুমিল্লা বিভাগের কমিশনার আনোয়ার হোসাইনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড এন্ডষ্ট্রিজ এর সভাপতি আলহাজ্ব জাহাঙ্গীর আখন্দ সেলিম।

সেমিনারের মূল নিবন্ধ উপস্থাপন করেন, শুল্ক, আবগারী ও মূসক কমিশনারেট কুমিল্লা বিভাগের অতিরিক্ত কমিশনার মুহাম্মদ রাশেদুল আলম।

রাজস্ব কর কমিশনের কর্মকর্তা ও হাজীগঞ্জ শাখার অফিস সহকারী সানজানা সরকার পুস্পের পরিচালনায় সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন শুল্ক, আবগারী ও মূসক চাঁদপুর বিভাগের সহকারী কমিশনার মো. মিজানুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ডা. দীপু মনি এমপি বলেন, আইন প্রয়োগ করার আগে মানুষ সচেতন করে উদ্বুদ্ধ করার এই উদ্যোগটি সত্যই প্রশংসনীয়। যিনি সেবা দিচ্ছেন এবং যিনি নিচ্ছেন তারা কতটা কম সময়ে সহজভাবে সেবাটি দিতে পারেন এবং নিতে পারেন। সেজন্যই মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন ২০১২ এই আইনটি প্রণয়ন করা হয়েছে। বাংলাদেশে তথ্যপ্রযুক্তির উন্নতি হওয়ার কারণে অনেক কাজ এখন সহজ হয়েছে। এখন থেকে করদাতাগণ ভ্যাট অনলাইনে তাদের শুল্ক, কর পরিশোধ করতে পারবেন। বর্তমান সরকার শেখ হাসিনা তথ্যপ্রযুক্তির ব্যাপারে খুবই আগ্রহী। তাই সরকারের এম কোনো লোক নেই যে, তিনি তথ্য প্রযুক্তি বা টেকনোলজী সম্পর্কে জানেন না। আজ বাংলাদেশকে বিদেশীদের কাছে খুব বেশি হাত পাততে হয় না। কারণ আমরা আজ দেশে অনেক বেশি স্বাবলম্বী। আজকের এই আয়োজন খুবই ভালো উদ্যোগ। যার কারণে মানুষ মূল্য সংযোজন কর ও সম্পুরক শুল্ক আইন সম্পর্কে জানতে পারছে। এছাড়া মূল্য সংযোজন কর ও সম্পূরক শুল্ক আইন ২০১২ বাস্তবায়ন বিষয়ে শুল্ক, আবগারী ও মূসক বিভাগ করদাতাদের সাথে উদ্বুদ্ধকরণ বিষয়ক সেমিনারে উন্মুক্ত আলোচনায় ক্ষুদ্র্র ও মাঝারি ব্যবসায়ীদের মতভেদ তুলে ধরেন।

চাঁদপুর টাইমস : এসআই/ এমআরআর/২০১৫

 

নিয়মিত ফেসবুকে নিউজ পেতে লাইক দিন : www.facebook.com/chandpurtimesonline/likes 

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

Share