Home / শীর্ষ সংবাদ / বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করলেন মোদি
বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করলেন মোদি

বাজপেয়ির পক্ষে স্বাধীনতা সম্মাননা গ্রহণ করলেন মোদি

রোববার ০৭ জুন ২০১৫ :  ০২:২২ অপরাহ্ন

স্টাফ করেসপন্ডেন্ট :

স্বাধীনতাযুদ্ধে অসামান্য অবদানের জন্য ভারতের সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়িকে স্বাধীনতা সম্মাননা প্রদান করলো বাংলাদেশ। রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের কাছ থেকে বাজপেয়ির পক্ষে এ সম্মাননা গ্রহণ করেন ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

অনুষ্ঠানে উপস্থিত প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, বাজপেয়ির যোগ্য উত্তরসূরী এবং বাংলাদেশের আরেক বন্ধু নরেন্দ্র মোদির হাতে সম্মাননা স্মারকটি হস্তান্তর করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

নরেন্দ্র মোদি তার বক্তব্যে বলেন, আজ আমার এবং ভারতবাসীর জন্য এক সৌভাগ্যের মুহূর্ত। বাজপেয়ি, যিনি আমার মতো অনেকের জন্য প্রেরণা, এমন ভারতরত্নকে বাংলাদেশ সম্মানিত করছে।

অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, রাষ্ট্রপতি আব্দুল হামিদ, স্পিকার শিরিন শারমিন চৌধুরী, বিরোধী দলীয় নেত্রী রওশন এরশাদ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ ও মন্ত্রিপরিষদ সদস্যরা উপস্থিত ছিলেন।

চাঁদপুর টাইমস : এমআরআর/২০১৫

চাঁদপুর টাইমস’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।