আগামী ৯ ফেব্রুয়ারি প্রথমবারের মতো ভারতের বিপক্ষে টেস্ট ম্যাচ খেলবে বাংলাদেশ। এ ঐতিহাসিক ম্যাচকে লক্ষ্য রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বিসিসিআই। ছয় বছর পর জাতীয় দলে ফিরেছেন তামিলনাড়ু উইকেটরক্ষক ব্যাটসম্যান অভিনব মুকুন্দ। আর যথারীতি এ দলের অধিনায়ক বিরাট কোহলি।
এর আগে জাতীয় দলে খেলে নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি মুকুন্দ। তবে জাতীয় দল থেকে বাদ পড়ার পর ২০১১ সাল থেকেই ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স করে আসছিলেন তামিলনাড়ুর এ উইকেটরক্ষক ব্যাটসম্যান। তবে এবার তার পুরস্কার পেলেন তিনি।
তবে তাকে জায়গা দিতে দল থেকে বাদ পড়েছেন পার্থিব প্যাটেল। তার সঙ্গে বাদ পড়েছেন মানিস পান্ডে। এছাড়া ইনজুরি থেকে ফিরেছেন ঋদ্ধিমান সাহা। পায়ের ইনজুরির কারণে দলে জায়গা হয়নি পেসার মোহাম্মদ সামির। যদিও ইংল্যান্ডের বিপক্ষে শেষ দুই টেস্টে ছিলেন না এ পেসার।
বাংলাদেশের বিপক্ষে ইশান্ত শর্মার ওপর নির্ভর করেছে বিসিসিআই। ইংল্যান্ডের বিপক্ষে শেষ টেস্টের দলে থাকলেও সুযোগ হয়নি ম্যাচ খেলার। পেসারের ঘাটতির কারণেই আছেন তিনি।
ভারত দল : বিরাট কোহলি (অধিনায়ক), লোকেশ রাহুল, মুরালি বিজয়, চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, ঋদ্ধিমান সাহা, রবিচন্দন আশ্বিন, রবিন্দ্র জাদেজা, জায়ান্ত যাদব, ইশান্ত শর্মা, উমেশ যাদব, অমিত মিশ্রা, অভিনব মুকুন্দ, ভুবনেশ্বর কুমার, করণ নায়ার ও হার্দিক পান্ডেয়া।
নিউজ ডেস্ক
।। আপডটে, বাংলাদশে সময় ০৯ : ০০ পিএম, ৩১ জানুয়ারি ২০১৭ মঙ্গলবার
এইউ
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur