বাংলাদেশের জনগণ যেভাবে চাইবে, সেভাবেই ভোট হবে‒ এমনটাই চাওয়া ভারতের।
বৃহস্পতিবার সাপ্তাহিক ব্রিফিংয়ে এক প্রশ্নের জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচি এই মন্তব্য করেন।
তিনি বলেন, বাংলাদেশের জনগণ যেভাবে চাইবেন, ভোট সেভাবেই হবে। সবকিছু তাঁরাই নির্ধারণ করবেন।
অরিন্দম বাগচি বলেন, বাংলাদেশের নির্বাচন ও গণতান্ত্রিক প্রক্রিয়া সে দেশের মানুষের ইচ্ছানুসারেই হবে। ভারত গভীরভাবে তা পর্যবেক্ষণ করছে। তবে এখনই সে বিষয়ে মন্তব্য করার মতো অবস্থানে ভারত নেই। ভারত চায় সহিংসতা ছাড়া শান্তিপূর্ণ ভোট হোক।
তবে বাংলাদেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন প্রশ্নে কোনো মন্তব্য করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র।
টাইমস ডেস্ক/ ৩ জুলাই ২০২৩
Chandpur Times | চাঁদপুর টাইমস Top Newspaper in Chandpur