Home / খেলাধুলা / বাংলাদেশের ক্রিকেট কাঠামো খুব ভালো
বাংলাদেশের ক্রিকেট কাঠামো খুব ভালো
ফাইল ছবি

বাংলাদেশের ক্রিকেট কাঠামো খুব ভালো

প্রাইম ব্যাংকের হয়ে ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগ খেলতে ঢাকায় অবস্থান করছেন ভারতের ব্যাটসম্যান উম্মুখ চান্দ। আর এ লিগ খেলতে এসে বাংলাদেশের ক্রিকেট কাঠামো দেখেই অবাক হয়েছেন তিনি।

এ দেশের ক্রিকেটের মান অনেক উন্নত বললেন ভারতের অনূর্ধ্ব-১৯ দলের সাবেক এ অধিনায়ক। পাশাপাশি দেশের ক্রিকেট ভেন্যু গুলোরও উচ্ছ্বসিত প্রশংসা করেন তিনি।

শুক্রবার বিসিবির জাতীয় ক্রিকেট একাডেমী মাঠে অনুশীলন করতে আসে প্রাইম ব্যাংক। অনুশীলন শেষে বাংলাদেশের ক্রিকেট নিয়ে উচ্ছ্বসিত চান্দ বলেন, ‘বাংলাদেশের ক্রিকেট খুব ভালো এবং অনেক প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। আমি আসলে এতটা আশা করিনি। এটা লিস্ট ‘এ’ তাই এটা আমার জন্যও খুব গুরুত্বপূর্ণ। এখানকার ক্রিকেটের মানের কারণে আমি খুবই খুশি। তাদের অবকাঠামো খুব উন্নত। ভালো খেলা হয়, মাঠগুলোও খুব ভালো। এটা বাংলাদেশ ক্রিকেটের জন্য খুব ভালো।`

বর্তমানে ভারতের বিপক্ষে বাংলাদেশের ক্রিকেট মানেই উত্তেজনার পারদ থাকে খুব উঁচুতে। বাংলাদেশ-ভারত ছাড়াও এর উত্তেজনা ছড়িয়ে পরে পুরো উপমহাদেশে। এ খবর খুব ভালো করেই জানেন তিনি। কিছুদিন আগেই বাংলাদেশ ‘এ’ দল ভারত সফর করে। তখন ভারত ‘এ’ দলের হয়ে খেলেছিলেন তিনি।

‘অবশ্যই এখন বাংলাদেশ-ভারত খুব ভালো প্রতিযোগিতা হয়। সাম্প্রতিক সময়ে বাংলাদেশ খুব ভালো উন্নতি করেছে বিশেষ করে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সংস্করণে। গত বছর বাংলাদেশ `এ` দল ভারত গিয়েছিল। খুব ভালো ক্রিকেট হয়েছিল। তখন অনেক মজাও করেছিলাম। তাই এখানে এসে খুব ভাল লাগছে।’

নিউজ ডেস্ক ।। আপডেট ৮:৩৫  পিএম,১৭ জুন ২০১৬,শুক্রবার

এইউ

Leave a Reply