আশিক বিন রহিম | আপডেট: ০৯:১২ অপরাহ্ণ, ০৮ আগস্ট ২০১৫, শনিবার
চাঁদপুরে জাতীয় শুদ্ধাচার কৌশল সম্পর্কিত অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার বেলা ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন মন্ত্রীপরিষদ বিভাগের সচিব (সমম্বয় ও সংস্কার) মো. নজরুল ইসলাম।
এ সময় তিনি বলেন, ‘আমাদের উপর অর্পিত সকল দায়িত্ব সঠিকভাবে পালনই হচ্ছে শুদ্ধাচার। শুদ্ধাচারের অর্থ হলো নৈতিকতা ও সততা দ্বারা প্রভাবিত আচরণগত উৎকর্ষ এবং কোনো সমাজের কালোত্তীর্ণ মানদন্ড-প্রথা ও নীতির প্রতি অনুগত। আর ব্যক্তিপর্যায়ে এর অর্থ হচ্ছে কর্তব্য, নিষ্ঠা ও সততা। আমরা সবাই যদি স্ব স্ব অবস্থানে থেকে কাজ করলে এ সম্পর্কে আরো অনেক বেশি জানতে পারবো।’
তিনি আরো বলেন, ‘বাংলাদেশের উন্নতি দেখে বিশ্বে অনেক দেশ এখন চিন্তিত। তারা মুখিয়ে আছে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দেয়ার জন্যে। তারা মাদকের মাধ্যমে আমাদের যুব সমাজকে ধ্বংস করার চেষ্টা করছে।’
সভায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. আব্দুস সবুর মন্ডল বলেন, ‘শুদ্ধাচারের সরকারের একটি ভালো উদ্যোগ। আমরা চাঁদপুর থেকে এটা শুরু করতে চাই। এ ব্যাপারে আপনারা আমাদের সহযোগিতা করবেন।’
সভায় বক্তব্য রাখেন পুলিশ সুপার শামসুন্নাহার, চাঁদপুর সরকারি কলেজের অধ্যক্ষ এএসএম দেলওয়ার হোসেন, জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাড. জহিরুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আতাউর রহমান, মতলব উত্তর উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম মঞ্জু, মতলব দক্ষিণ উপজেলা চেয়ারম্যান অধ্যাপক সিরাজুল মোস্তফা তালুকদার, হাজীগঞ্জ উপজেলা চেয়ারম্যান আ. রশিদ মজুমদার, কচুয়া উপজেলা চেয়ারম্যান মো. শাহাজাহান শিশির, চাঁদপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি ইকরাম চৌধুরী, শাহ মোহাম্মদ মাকসুদুল আলম, সাধারণ সম্পাদক ইকবাল হোসেন পাটওয়ারী ও বর্তমান সাধারণ সম্পাদক রহিম বাদশা প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ লুৎফর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবু আলী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আমির আব্দুল্লাহ, চাঁদপুর মহিলা কলেজের অধ্যক্ষ এমএ মতিন মিয়া, চাঁদপুর চেম্বার অব কমার্সের সভাপতি আলহাজ জাহাঙ্গীর আখন্দ সেলিমসহ সকল উপজেলার নির্বাহী কর্মকর্তা, চেয়ারম্যান ও সকল দপ্তরের কর্মকর্তাগণ।
চাঁদপুর টাইমস : প্রতিনিধি/এমআরআর/২০১৫